Continues below advertisement

Swami Ramdev : বদলে যাবে স্বাস্থ্য সম্পর্কিত ভাবনা। আয়ুর্বেদের হাত ধরে রাজ্যে ঢুকছে পতঞ্জলি। কোম্পানি বিপুল বিনিয়োগ করছে অন্ধ্রপ্রদেশে। 

 কত কোটি টাকার বিনিয়োগ

Continues below advertisement

যোগগুরু বাবা রামদেবের নেতৃত্বাধীন পতঞ্জলি গ্রুপ অন্ধ্রপ্রদেশে একটি বড় প্রকল্প চালু করতে চলেছে। এই গ্রুপটি রাজ্যে প্রায় ১১৮ কোটি টাকা বিনিয়োগ করে একটি বিশাল ওয়েলনেস হাব স্থাপন করার পরিকল্পনা করেছে। এই ওয়েলনেস হাবটি বিশাখাপত্তনমের (ভাইজ্যাগ) ইয়েনদাদা এলাকায় নির্মিত হবে।

রাজ্যের প্রথম বেসরকারি প্রকল্পঅন্ধ্রপ্রদেশ সরকারের নতুন পর্যটন কৌশলের ভাবনায় এই প্রকল্পটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে। রাজ্য সরকার সম্প্রতি একটি স্বাস্থ্য ও আধ্যাত্মিক পর্যটন সার্কিট গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে। এই নতুন উদ্যোগের অধীনে পতঞ্জলির ওয়েলনেস হাবটি হবে রাজ্যের প্রথম বেসরকারি প্রকল্প।

এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য হল, মানুষকে স্বাস্থ্য ও আধ্যাত্মিকতার একটি সমন্বিত অভিজ্ঞতা প্রদান করা। বিশাখাপত্তনম, যা তার প্রাকৃতিক সৌন্দর্য এবং সমুদ্র সৈকতের জন্য পরিচিত, ওয়েলনেস পর্যটনের জন্য একটি আদর্শ স্থান। আশা করা হচ্ছে, এই হাবে যোগব্যায়াম, আয়ুর্বেদ ও প্রাকৃতিক চিকিৎসার মতো সুবিধা থাকবে, যা কেবল চিকিৎসার জন্যই নয়, মানসিক শান্তি ও বিশ্রামের জন্যও পর্যটকদের আকর্ষণ করবে।

পর্যটন ও সুস্থতার প্রচারঅন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নাইডু ও বাবা রামদেব এর আগে রাজ্যে পর্যটন ও সুস্থতার প্রচার নিয়ে আলোচনা করেছেন। বাবা রামদেব অন্ধ্রপ্রদেশের প্রাকৃতিক সৌন্দর্যের প্রশংসা করেছেন এবং এমনকি এই স্থানকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রগুলোর চেয়েও শ্রেষ্ঠ বলে মন্তব্য করেছেন। তিনি পর্যটকদের সুইজারল্যান্ড বা প্যারিসে না গিয়ে অন্ধ্রপ্রদেশ ভ্রমণের জন্য উৎসাহিত করেছেন।

সরকার অন্ধ্রপ্রদেশকে একটি প্রধান আন্তর্জাতিক সুস্থতা কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য রাজ্যের উপকূলীয় অঞ্চলগুলোতে আরও এই ধরনের কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা করেছে। পতঞ্জলির এই উদ্যোগটি কেবল পর্যটনকেই উৎসাহিত করবে না, বরং নতুন কর্মসংস্থানের সুযোগও তৈরি করবে। বিশাখাপত্তনমের ওয়েলনেস কেন্দ্রটি আধুনিক সুযোগ-সুবিধা দিয়ে সজ্জিত থাকবে। একই সঙ্গে দর্শনার্থীদের ভারতের প্রাচীন চিকিৎসা পদ্ধতির সুবিধা প্রদান করবে পতঞ্জলি।