কলকাতা: টলিপাড়ায় আরও এক প্রেম ভাঙার গল্প। ১৬ বছরের দীর্ঘ দাম্পত্যের পরে সোশ্য়াল মিডিয়ায় বিচ্ছেদের কথা জানালেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী শ্রীনন্দা শঙ্কর (Sreenanda Shankar)। দীর্ঘদিনের প্রেমিক গেভ সাতারাওয়ালাকে ২০০৯ সালে বিয়ে করেছিলেন অভিনেত্রী। অভিনয় ও নৃত্যের দিক থেকে শ্রীনন্দা শঙ্কর পরিবারের ধারা বহন করে নিয়ে গেলেও, প্রত্যেকটা সময়েই নিজের আলাদা ব্যক্তিত্ব বজায় রেখেছেন। কাজের ক্ষেত্রেও নিজের আলাদা পরিচিতি তৈরি করেছেন তিনি। এমনকি শঙ্কর পরিবার নিয়ে যদি কখনও কোনও বিষয় তাঁর খারাপ লেগে থাকে, সোশ্য়াল মিডিয়ায় সেটাও বলেছেন দ্ব্যর্থহীনভাবেই। তবে এবার ব্যক্তিগত জীবন নিয়েও কঠিন সত্যটা একেবারে সরাসরিই সামনে আনলেন তিনি। 

Continues below advertisement

বেশ কিছুদিন থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল, শ্রীনন্দা শঙ্করের ব্যক্তিগত জীবনে নাকি তাঁর স্বামীর সঙ্গে তাঁর বনিবনা হচ্ছে না। যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার সোশ্য়াল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্ট করেছেন শ্রীনন্দা। সেখানে তিনি লিখেছেন, 'গেভ আর আমার আইনত বিচ্ছেদ হয়ে গিয়েছে। অনেকেই হয়তো ইতিমধ্যেই এই বিষয়টি আঁচ করতে পেরেছিলেন তবে গোটা ব্যাপারটাকে সবার সামনে নিজেদের মুখে বলার জন্য আমাদের কিছুটা সময়ের দরকার ছিল। জীবন যে কখন কোন দিয়ে মোড় নেয়, তা সত্যিই আমরা জানি না। তবে জীবনের সমস্ত পরিবর্তনকে শান্তভাবে বুঝে নেওয়ারই সিদ্ধান্ত নিয়েছি আমরা।'

শ্রীনন্দা শঙ্কর আরও লিখেছেন, 'চিরকাল আপনাদা আমাদের যেভাবে ভালবাসা দিয়েছেন, সমর্থন করেছেন, তার জন্য আমরা ধন্য। আমরা ২ জনেই ঠাণ্ডা মাথায় বসে এই সিদ্ধান্ত নিয়েছি। আমাদের নিয়ে প্রচুর লেখালেখি করা হয়েছে, প্রচুর মন্তব্য করা হয়েছে। আমরা বিয়ে নাম এই বিষয়টা থেকে বেরিয়ে আসতে চাই। এই বিষয়ে আমি বা আমার মা কেউই কিছু বলবেন না। তাঁদের কাছ থেকে এই বিষয় নিয়ে কোনও কথা প্রত্যাশা করবেন না। আশা করছি আমাদের জীবন ও ব্যক্তিগত সিদ্ধান্তকে আপনারা সম্মান জানাবেন।'

Continues below advertisement

শ্রীনন্দা আরও লিখেছেন, 'আমি সোশ্যাল মিডিয়ায় যা যা কনটেন্ট দিতে থাকি, সেগুলো দিতে থাকব। তবে কেউ যদি আমাকে আর গেভকে একসঙ্গে দেখাটা মিস করেন, তাহলে তাঁদের উদ্দেশে একটাই কথা বলব, সোশ্যাল মিডিয়ায় তুলে ধরা একটা ভাল মুহূর্ত কখনোই একটা বিয়ের, একটা সম্পর্কের সত্যিটাকে তুলে ধরে না। আপনাদের সকলের সমর্থনের জন্য় ধন্যবাদ। এটা আমার এখন চাই, খুব বেশি করে চাই।'