Digital Payment in India: কোভিডকালের পরই দেশে বেড়ে গিয়েছে ডিজিটাল পেমেন্টের ব্যবহার। এর মাধ্যমে সহজেই যখন-তখন টাকা পাঠানো যায় যেকোনও জায়গায়। ফলে সময় সাশ্রয় হয় গ্রাহকদের। সেই ক্ষেত্রে আপনি যদি Paytm বা PhonePe ব্যবহার করেন, তবে সাবধান হোন। কারণ আপনার থেকে অতিরিক্ত চার্জ নিচ্ছে এই ডি়জিটাল পেমেন্ট প্লাটফর্মগুলি।


Phonepe Surcharge: বিলের থেকেও লাগছে বেশি টাকা 
আপনি যদি Paytm ও Phonepe থেকে মোবাইল রিচার্জ বা বিল পেমেন্ট করেন, তাহলে এই খবর আপনার কাজে লাগবে। Paytm ও PhonePe মোবাইল রিচার্জ বা বিল পেমেন্টের জন্য সারচার্জ/প্ল্যাটফর্ম ফি/কনভিনিয়েন্স ফি-এর নামে আপনার থেকে বিপুল পরিমাণ চার্জ কেটে নিচ্ছে। আপনার মোবাইল রিচার্জ বা বিল পেমেন্টের সময় এই অতিরিক্ত টাকা কাটা হয়। আপনার কাছে সময় কম থাকার কারণে অনেক ক্ষেত্রে এই বিষয়গুলি লক্ষ্য করেন না আপনি। সেই ক্ষেত্রে মোবাইল রিচার্জ ও বিল পেমেন্টের জন্য অতিরিক্ত চার্জ করলেও নজরে আসে না আপনার।


Paytm Surcharge: একই কাজ করে পেটিএম
আগে এই কাজ না করলেও Paytm সম্প্রতি মোবাইল রিচার্জ বা বিল পেমেন্টে সারচার্জ নেওয়া শুরু করেছে। মনে রাখবেন, মোবাইল রিচার্জে এই ডিজিটাল পেমেন্ট অ্যাপ ১ থেকে ৬ টাকা পর্যন্ত কেটে নেয়। এই সারচার্জগুলি আপনার কাছ থেকে পেটিএম ওয়ালেট ব্যালেন্স, পেটিএম পোস্টপেইড, ইউপিআই, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের মতো সমস্ত ধরনের পেমেন্ট মোডে নেওয়া হচ্ছে। কিন্তু এই সারচার্জ সব ব্যবহারকারীর কাছ থেকে নেওয়া হচ্ছে না।


Digital Payment in India: সারচার্জ আসলে কী ?
কোনও পরিষেবার ওপর কোনও কোম্পানি যদি কোনও অতিরিক্ত ফি, চার্জ বা ট্যাক্স নিয়ে থাকে তবে তাকে সারচার্জ ধরা হয়। সাধারণত, পণ্য বা পরিষেবার মূল্যের উপর ধার্য করা হয়। যা বর্তমানে পেটিএম, ফোনপে-র মতো কোম্পানি নিচ্ছে।



আরও পড়ুন : Virus Alert: 'গোপন কথাটি রবে না গোপনে', যদি ফোনে থাকে এই ২০টি অ্যাপ