Paytm Share: পেটিএমের মূল সংস্থা ওয়ান ৯৭ কমিউনিকেশনস জানিয়েছে পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের (Paytm Payments Bank) সিইও সুরিন্দর চাওলা (Surindar Chawla) ব্যক্তিগত কিছু কারণের জন্য পদত্যাগ করেছেন। আবার একইসঙ্গে এনপিসিআইয়ের তথ্য অনুযায়ী পেটিএমের মার্কেট শেয়ারও এখন নিম্নগামী। ফিনটেক কোম্পানি পেটিএম এখন নানা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। মঙ্গলবার এই কারণে একযোগে দুই সমস্যার সম্মুখীন হল পেটিএম।


সিইও পদত্যাগ করেছেন


পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের (Paytm Payments Bank) সিইও ও এমডি সুরিন্দর চাওলা পদত্যাগ করেছেন এবং রিজার্ভ ব্যাঙ্কের নিষেধাজ্ঞা জারির পর এই সংস্থা বেশ সমস্যাতেই রয়েছে। আর এই সময়ে এনপিসিআইয়ের (NPCI) তথ্য অনুযায়ী পেটিএমের মার্কেট শেয়ার ২ শতাংশ কমে গিয়েছে। আর এই কারণে পেটিএমের শেয়ারেও পতন এসেছে। ১.৯৫ শতাংশ পড়েছে পেটিএমের শেয়ার। এখন BSE-তে এই সংস্থার শেয়ারের দাম কমে এসেছে ৪০৪.৩০ টাকায়।


পেমেন্টস ব্যাঙ্কের সঙ্গে সম্পর্ক নেই পেটিএমের


৮ এপ্রিল ব্যক্তিগত কারণের জন্য পদত্যাগ করেছেন পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের সিইও সুরিন্দর চাওলা। সেদিন স্টক মার্কেট বন্ধ হওয়ার কিছুক্ষণের মধ্যেই এই সংবাদ শোনা যায়। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে, আগামী ২৬ জুন ২০২৪-এ সংস্থা থেকে অব্যাহতি দেওয়া হবে সুরিন্দর চাওলাকে। এমনকী ওয়ান ৯৭ কমিউনিকেশন জানিয়েছে যে, পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের সঙ্গে সমস্ত রকম সম্পর্ক চুক্তি বন্ধ করেছে তাঁরা। এই ব্যাঙ্কের বোর্ডে একজন চেয়ারম্যান এবং ৫ জন স্বাধীন ডিরেক্টর আছেন। সেখানে ওয়ান ৯৭ কমিউনিকেশনের কোনও প্রতিনিধি সদস্য নেই।


মার্কেট শেয়ার কমেছে পেটিএমের


ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশনের (NPCI) তথ্য অনুযায়ী ১১ ফেব্রুয়ারি পেটিএমের মার্কেট শেয়ার যেখানে ছিল ১১ শতাংশ, সেখানে মার্চ মাসে তা কমে দাঁড়ায় মাত্র ৯ শতাংশ। ফেব্রুয়ারি মাসেই এই সংস্থা যেখানে মোট ১.৩ বিলিয়ন ইউপিআই লেনদেন করেছে, সেখানে মার্চ মাসে তা কমে এসেছে ১.২ বিলিয়নে। ২০২৪-এর শুরুতে জানুয়ারি মাসে এই সংখ্যাটা ছিল ১.৪ বিলিয়ন। রিজার্ভ ব্যাঙ্কের নিষেধাজ্ঞা আরোপের পর থেকেই এই মার্কেট শেয়ার ক্রমেই পড়ছে।


ফোনপে ও গুগল পে-র লেনদেন বেড়েছে


পেটিএমের যোগ্য প্রতিদ্বন্দ্বী কোম্পানি ফোনপে ও গুগল পে-তেই মানুষ এখন বেশি পরিমাণে লেনদেন করছেন ইউপিআইতে। মার্চ মাসে গুগল পে-তে হয়েছে ৫ বিলিয়ন লেনদেন। ফেব্রুয়ারি মাসের থেকেও যা ৬ শতাংশ বেড়ে গিয়েছে। অন্যদিকে ফোনপে-তে ফেব্রুয়ারি মাসে যা লেনদেন হয়েছিল তাঁর থেকেও মার্চে বেড়ে গিয়েছে ৫.২ শতাংশ।


আরও পড়ুন: Petrol Diesel Price: অন্ধ্রে পেট্রোলের দর কমল ৯২ পয়সা, আজ আপনার শহরে জ্বালানি কত ?