Online Payment: Paytm নিয়ে রিজার্ভ ব্যাঙ্কের(RBI) এক নিষেধাজ্ঞা ঘুম ছুটিয়েছে গ্রাহকদের। অনলাইন পেমেন্ট প্লাটফর্ম(Online Payment) নিয়ে চিন্তার শেষ নেই ব্যবহারকারীদের। অবশেষে গ্রাহকদের আশ্বস্ত করতে মুখ খুলল  Paytm । সোশ্যাল মিডিয়ায়(Social Media) কী বলল কোম্পানি ?

  


কোম্পানির এক্স হ্যান্ডেলে বার্তা 
গ্রাহকদের উদ্বেগ দূর করতে ইতিমধ্যেই এক্স হ্যান্ডেলে বার্তা দিয়েছে Paytm। যেখানে কোম্পানি বলেছে,সহযোগী ব্যাঙ্কের ওপর রিজার্ভ ব্যাঙ্কের নিষেধাজ্ঞা Paytm Money-র কাজকর্মে কোনও প্রভাব ফেলবে না। এখানে আপনাদের টাকা নিরাপদ। আমরা আপনাকে আশ্বস্ত করে বলতে পারি, আপনি এই প্লাটফর্ম থেকে ইক্যুইটি, মিউচুয়াল ফান্ড,এনপিএসে নিরাপদে বিনিয়োগ করতে পারেন। এখানে কাজগুলি সবই সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার বা SEBI-র তত্ত্বাবধানে হয়ে থাকে।  


আজ Paytm স্টকে ২০ শতাংশ ধস
রিজার্ভ ব্যাঙ্কের (RBI) কড়া নির্দেশিকার জেরে বড় ধস নামল  অনলাইন পেমেন্ট(Online Payment) প্লাটফর্ম Paytm-এ । বেগতিক দেখেই স্টক (Stock Market) বিক্রির ধুম পড়ে গিয়েছে বাজারে (Share Market)। যার জেরে বৃহস্পতিবার বাজার খুলতেই লোয়ার সার্কিট লেগেছে স্টকে। 


৬০৯ টাকায় নেমে এসেছে স্টক
Paytm অনলাইন পেমেন্ট কোম্পানি বৃহস্পতিবার প্রি-মার্কেট লেনদেনে 20% হ্রাস পেয়েছে। ভারতে Paytm-এর পেমেন্টস ব্যাঙ্ক ইউনিটের কাজ বন্ধ করার নির্দেশ দিতেই এই ধস নেমেছে শেয়ার বাজরে। কেন্দ্রীয় ব্যাঙ্ক এই নির্দেশ দিতেই Paytm শেয়ারের এই অবস্থা দাঁড়িয়েছে। Paytm-এর স্টকের দাম ছয় সপ্তাহের সর্বনিম্ন 609 টাকায় নেমে এসেছে।


Paytm নিয়ে RBI-এর সিদ্ধান্ত
Paytm পেমেন্টস ব্যাঙ্কের (PPBL) বিরুদ্ধে একটি বড় পদক্ষেপে, বুধবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ঋণদাতাকে 29 ফেব্রুয়ারির পরে কোনও গ্রাহকের অ্যাকাউন্ট, ওয়ালেট, FASTags এবং অন্যান্য উপকরণগুলিতে আমানত বা টপ-আপ গ্রহণ করা না করার নির্দেশ দিয়েছে৷ সেই কারণে কোনও সুদ, ক্যাশব্যাক, বা রিফান্ড যেকোনও সময় গ্রাহকদের কাছে ফেরত যেতে পারে। তবে এই প্রথমবার নয়, 2022-এর 11 মার্চ আরবিআই পিপিবিএলকে নতুন গ্রাহক নিতে নিষেধ করেছিল।


গ্রাহকদের কী কী সমস্যা 


২৯ ফেব্রুয়ারির পর এই পরিষেবাগুলি আপনার ব্যবহারের ক্ষেত্রেও সমস্যা হবে। অর্থাৎ