PMLA On Paytm: মাঝে রিজার্ভ ব্যাঙ্কের (RBI) কিছু ঘোষণায় আপাত স্বস্তি পেয়েছিলেন পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের (Paytm Payment Bank) গ্রাহকরা। তবে স্বস্তি পেল না ব্যাঙ্ক কর্তৃপক্ষ। এবার নতুন করে সমস্যা বাড়ল ব্যাঙ্কের।  


কারা নতুন করে করেছে জরিমানা, কী অভিযোগ
পেমেন্ট ব্যাঙ্কের সমস্যা কমার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট PMLA-এর অধীনে Paytm পেমেন্ট ব্যাঙ্ককে 5.49 কোটি টাকা জরিমানা করেছে। অর্থ মন্ত্রক জানিয়েছে,  ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট - ভারত PMLA আইন 2022 এর অধীনে এই জরিমানা আরোপের সিদ্ধান্ত নিয়েছে।


পেটিএমে পেমেন্ট ব্যাঙ্কের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ


অর্থ মন্ত্রক Paytm পেমেন্টস ব্যাঙ্কের এই জরিমানা সম্পর্কে তথ্য দিয়ে একটি প্রেস রিলিজ জারি করে বলেছে, ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট - ভারত পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের কিছু ইউনিট এবং নেটওয়ার্ক অনলাইন জুয়ার মতো অবৈধ কার্যকলাপে জড়িত থাকার তথ্য পেয়েছে। এই অবৈধ কাজ থেকে প্রাপ্ত অর্থ ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের এই ইউনিটগুলিতে পাঠানো হয়েছিল।


Paytm Payments Bank: পেটিএমের সঙ্গে এখনও যুক্ত ব্যাঙ্ক


পেটিএম ও এর পেমেন্টস ব্যাঙ্ক ইউনিট সম্প্রতি পারস্পরিক সম্মতিক্রমে আন্তঃসংস্থা চুক্তি বাতিল করেছে। শুক্রবার এই ঘোষণার মাধ্যমে পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক আর পেটিএমের অংশ হিসেবে স্বীকৃত হবে না। পেটিএমের উপর আর কোনও প্রকার নির্ভরতা রইল না পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের। তবে ঠিক কী কী চুক্তি বাতিল হয়েছে তা বিশদে জানায়নি ওয়ান ৯৭ কমিউনিকেশন। পেটিএম পেমেন্টস ব্যাঙ্ককে নিয়ে ইতিমধ্যেই বিতর্ক চরমে উঠেছে, এবার এই ব্যাঙ্কের সঙ্গে দূরত্ব বাড়িয়ে নিল পেটিএম। কী প্রভাব পড়বে ?


পেটিএমের সিইও এই নিয়ে কী বলেছেন ?


পেটিএমের প্রতিষ্ঠাতা বিজয় শেখর শর্মা শুক্রবার সকালে এক্স হ্যান্ডলে এই তথ্য জানিয়েছেন। তিনি জানিয়েছেন যে পেটিএমের সমস্ত শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমেই পেটিমের সঙ্গে চুক্তি বাতিল করা হয়েছে পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের। এছাড়াও তিনি তাঁর এই পোস্টে স্টক এক্সচেঞ্জ ফাইলিংয়ের কপিও সংযুক্ত করে দিয়েছেন। পেটিএমের এই সিদ্ধান্তকে সম্মতি জানিয়েছে বোর্ড অফ ডিরেক্টরস এবং ১ মার্চ বম্বে স্টক এক্সচেঞ্জ ও ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে এই সংবাদ জানানো হয় পেটিএমের পক্ষ থেকে। পেমেন্টস ব্যাঙ্কের সঙ্গে আন্তঃসংস্থা চুক্তি বাতিলের প্রস্তাবে বোর্ড অফ ডিরেক্টরের সম্মতি রয়েছে, তা একটি বিবৃতিতে জানানো হয়।


 


2000 Bank Notes: এত টাকা গেল কোথায় ? ২০০০ টাকার নোট নিয়ে বড় তথ্য দিল RBI