RBI: অন্ধকারে আশার আলো। পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের (Paytm Payments Bank)  জন্য বড় ঘোষণা করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। শুক্রবার এসেছে এই খবর। আপনারও পেটিএম পেমেন্টস ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকলে পাবেন আপাত স্বস্তি।  


কী ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্ক
 ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই) শুক্রবার পেটিএম পেমেন্টস ব্যাঙ্কে লেনদেন বন্ধ করার সময়সীমা 15 দিন বাড়িয়েছে। ওয়ান 97 কমিউনিকেশন বা পেটিএম-এর অংশ এই ব্যাঙ্ক। গ্রাহকদের এখন তাদের অ্যাকাউন্ট, ওয়ালেট, FASTags এবং প্রিপেইড কার্ডগুলিতে অর্থ জমা করার জন্য 15 মার্চ পর্যন্ত সময় রয়েছে।


কেন এই সময়সীমা বৃদ্ধি
কেন্দ্রীয় ব্যাঙ্ক বলেছে, এই সময়সীমা বৃদ্ধির লক্ষ্য, পেমেন্ট ব্যাঙ্কের উপভোক্তা এবং ব্যবসায়ীদের চাহিদা মিটমাট করা। আগের ঘোষণারক জেরে যাদের বিকল্প ব্যবস্থা করতে আরও সময় লাগতে পারে। মূলত, জনসাধারণের স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। 


RBI 31 জানুয়ারি পেটিএম পেমেন্টস ব্যাঙ্ককে 29 ফেব্রুয়ারির পরে গ্রাহকদের অ্যাকাউন্ট, ওয়ালেট, FASTags এবং অন্যান্য প্রোডাক্টগুলিতে আমানত বা টপ-আপ গ্রহণ করা বন্ধ করার নির্দেশ দেয়। মূলত, রিজার্ভ ব্যাঙ্কের আর্থিক নীতি অমান্য় করার জন্যই এই বড় পদক্ষেপ গ্রহণ করে কেন্দ্রীয় ব্যাঙ্কে। যার জেরে উদ্বেগ বাড়ে গ্রাহকদের মধ্যে।


আরবিআই শুক্রবার বলেছে-15 মার্চের পরে (29 ফেব্রুয়ারির পূর্বনির্ধারিত টাইমলাইন থেকে বর্ধিত) কোনও গ্রাহকের অ্যাকাউন্ট, প্রিপেইড ইনস্ট্রুমেন্ট, ওয়ালেট, FASTags, ন্যাশনাল কমন মোবিলিটি কার্ড ইত্যাদিতে আর কোনও আমানত বা ক্রেডিট লেনদেন বা টপ আপের অনুমতি দেওয়া হবে না। 


ওয়ান 97 কমিউনিকেশন বা পেটিএম-এর অংশ এই ব্যাঙ্ক। গ্রাহকদের এখন তাদের অ্যাকাউন্ট, ওয়ালেট, FASTags এবং প্রিপেইড কার্ডগুলিতে অর্থ জমা করার জন্য 15 মার্চ পর্যন্ত সময় রয়েছে।


সম্প্রতি পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক লিমিটেড (PPBL)- তাদের বোর্ড অফ ডিরেক্টরস (Paytm Payments Bank Reconstitutes Board)- পদেও নানা অদলবদল এনেছে। বোর্ডে এসেছেন সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রাক্তন চেয়ারম্যান শ্রীনিবাসন শ্রীধর, অবসরপ্রাপ্ত IAS অফিসার দেবেন্দ্রনাথ সারঙ্গি, ব্যাঙ্ক অফ বরোদার প্রাক্তন এক্সিকিউটিভ ডিরেক্টর অশোক কুমার গর্গ, অবসরপ্রাপ্ত IAS অফিসার রজনীশেখরী সিবল।


সম্প্রতি একটি বিজ্ঞপ্তিতে RBI জানিয়েছে, পেটিএম FASTag-এর অ্যাকাউন্টে যা টাকা রয়েছে সেটা টোল (Paytm FASTag in Toll Tax) দেওয়ার জন্য ব্যবহার করা যাবে, তাতে কোনও সমস্যা নেই। কিন্তু ওই অ্যাকাউন্টে চলতি বছরের ১৫ মার্চের পরে আর কোনও টাকা দেওয়া যাবে না। এর ফলেই যাঁরা পেটিএম -এর FASTag ব্যবহার করছেন তাঁরা ১৫ মার্চের আগে যেন অন্য Fastag নিয়ে নেন সেই পরামর্শ দেওয়া হয়েছে।


Upcoming IPO: প্রথম দিনেই দারুণ সাড়া,গ্রে মার্কেটে কত যাচ্ছে এই আইপিওর প্রাইস , কিনলে লাভ ?