EV Cars: ইলেকট্রিক গাড়ি নির্মাণের দিকে জোর দিচ্ছে স্কোডা ইন্ডিয়া (Skoda EV)। ক্রমে ক্রমে ভারতে আরও বেশি করে ইলেকট্রিক গাড়ি, সাশ্রয়ী ইলেকট্রিক গাড়ি নির্মাণের উপর জোর দিচ্ছে স্কোডা। ভারতে গাড়ির বাজার একেবারেই বদলে দিতে চায় এই সংস্থা। আর ভারতেই যাতে কম বাজেটের মধ্যে ইভি তৈরি হতে পারে সেই চেষ্টাও করছে স্কোডা ইন্ডিয়া।


এটা স্পষ্ট যে ভারতের বাজারে সাফল্য পেতে হলে স্থানীয় চাহিদাকে বুঝে তবেই সেভাবে গাড়ি নির্মাণ করা উচিত। আর সেকথা মাথায় রেখেই স্কোডা তাদের সাশ্রয়ী ইলেকট্রিক গাড়ি (Skoda EV) নির্মাণের দিকে জোর দিচ্ছে। এমনকী শুধু ভারতের বাজারে বিক্রি নয়, বরং সেই গাড়ির রপ্তানির বন্দোবস্তও করছে স্কোডা। যদিও গাড়ির আকার কেমন হবে, দাম কত হবে সে ব্যাপারে এখনও স্পষ্ট কোনও তথ্য পাওয়া যায়নি। তবে আন্দাজ করা যাচ্ছে যে এটি 'কুশাক'-এর মডেলের মতই দেখতে হবে, তাঁর সঙ্গে এর দাম হতে চলেছে ২০ লাখ টাকা।


ধারণা করা হচ্ছে যে স্কোডা (Skoda EV) তাঁর বিশ্বব্যাপী যে MEB Market তাঁকে ব্যবহার করে একটা নতুন চাহিদা তৈরি করতে পারে ভারতের বাজারে। এমনকী একটি ফ্রন্ট হুইল ড্রাইভ প্ল্যাটফর্মও তৈরি করতে পারে স্কোডা।  এখানেই প্রসঙ্গক্রমে চলে আসে মহিন্দ্রার কথা। মহিন্দ্রা সংস্থা অনেক আগে থেকেই MEB প্ল্যাটফর্ম ব্যবহারের কথা ভেবেছে এবং সেই ব্যাপারে এর INGLO ইলেকট্রিক প্ল্যাটফর্মের জন্য কথাবার্তাও শুরু হয়ে গিয়েছে। নির্মাণের কাজ শুরু হবে কিছুদিনের মধ্যেই।


এখনও পর্যন্ত এটা স্পষ্ট নয় যে, কুশাক মডেলের উপর ভিত্তি করেই এই নতুন ইভিটি তৈরি হবে কিনা এবং আশা করা যাচ্ছে ৪ মিটার SUV-র বিভাগে এটি (Skoda EV) ভারতের বাজারে লঞ্চ হতে পারে । কবে লঞ্চ হবে তাও আগে থেকে বলা হয়নি কিছু। আগামী ২-৩ বছরের মধ্যেই বাজারে আসতে পারে স্কোডার এই নতুন ইভি। তবে কুশাকের আগেই বাজারে আসবে সাব কম্প্যাক্ট SUV বিভাগে ICE ভার্সনটি।


ভারত মোবিলিটি শোয়ে স্কোডা তাঁদের এনিয়াক ইভির প্রদর্শনী করেছে। স্কোডার প্রথম ইলেক্ট্রিক ভার্সনের গাড়ি হতে চলেছে স্কোডা এনিয়াক যার রেঞ্জ হবে ৫১৩ কিমি। থাকবে ডুয়াল মোটর সিস্টেম। থাকবে AWD সিস্টেমও। যা যা প্রিমিয়াম ফিচার্স থাকে সাধারণ ইভিতে, তা বজায় থাকছে এই মডেলেও। স্পেসও যথাযথ থাকবে বলেই মনে করা হচ্ছে।


আরও পড়ুন: Skoda Cars: ভারতের বাজারে প্রথম ইভি আনল 'স্কোডা', রেঞ্জ কত ? নতুন কী ফিচার্স ?


Car loan Information:

Calculate Car Loan EMI