Stock Market Update: অন্ধকার থেকে আশার আলো দেখাচ্ছে স্টক (Share Price)। এবার ধুঁকতে থাকা পেটিএম স্টকে (Paytm Stock) দেখা যাচ্ছে গতি। প্রায় রোজই ৫ শতাংশের আপার সার্কিট মারছে শেয়ার (Paytm Share Price)। এখন বিনিয়োগ (Investment) করলে কি লাভবান হবে, না ফের পড়বে স্টক ? 


আজ স্টকের কী অবস্থা
Paytm শেয়ার 21 ফেব্রুয়ারিও ঘুরে দাঁড়িয়েছে। টানা তৃতীয় ট্রেডিং সেশনে 5 শতাংশ আপার সার্কিট হিট করেছে স্টক। আজকের ট্রেডিং সেশনে স্টকটি 5 শতাংশ আপার সার্কিট লিমিটে শেয়ার প্রতি 395 টাকায় লক হয়েছে, যা 5 শতাংশের চতুর্থ দিনেও আপার সার্কিটে রয়েছে। এই চার দিনে স্টকটি মোট 21 শতাংশ বেড়েছে।


কী কারণে স্টকে এই গতি
কদিন আগে রিজার্ভ ব্যাঙ্ক পেটিএমকে নিষেধাজ্ঞার সময়সীমা বৃদ্ধি করায় শেয়ারে নতুন করে গতি এসেছে।  কোম্পানির তরফে জানানো হয়েছে, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্টের অধীনে কোম্পানিতে কোনও ফাঁক-ফোকর খুঁজে পায়নি। সেই কারণে  অ্যাক্সিস ব্যাঙ্কের সঙ্গে চুক্তি করে ইউপিআই সার্ভিস চালু রাখতে চাইছে পেটিএম। চলতি সপ্তাহেই হতে পারে এই মিটিং। পাশাপাশি বার্নস্টাইন থেকে একটি 'আউটপারফর্ম' রেটিং দেওয়া হয়েছে স্টককে, যা নতুন করে শেয়ারে গতি এনে দিয়েছে।


এখন ২৪ শতাংশ ওপরে উটে এসেছে স্টক
16 ফেব্রুয়ারি 318 টাকার 52-সপ্তাহের সর্বনিম্ন হিট থেকে এটি প্রায় 24 শতাংশ পুনরুদ্ধার করেছে ফিনটেক ফার্মের স্টকটি এখনও 31 জানুয়ারি 761.20 টাকার ক্লোজিং প্রাইস থেকে 48 শতাংশ নিচে ট্রেড করছে।


বিনিয়োগকারীদের কী জানা দরকার


যদিও বেশ কয়েকটি ব্রোকারেজ পেটিএম স্টককে ডাউনগ্রেড করেছে। আরবিআই কোম্পানির ওপর আর্থিক নিষেধাজ্ঞা জারির পর টার্গেট প্রাইস কমিয়েছে বেশকিছু ব্রোকারেজ ফার্ম। যদি এই স্টকের বিষয়ে ইতিবাচক রেটিং দিয়েছে বার্নস্টেইন। সংস্থার করফে বলা হয়েছে, 600 টাকার টার্গেট প্রাইস দিয়েছে এই ব্রোকারেজ ফার্ম।  বার্নস্টেইনের প্রণব গুন্ডলাপাল্লে বলেছেন, রিজার্ভ ব্যাঙ্কের নিয়ন্ত্রণ Paytm পেমেন্ট ব্যাঙ্কের মধ্যে সীমাবদ্ধ(পিপিবিএল)।  ওয়ান 97 তাদের সামগ্রিক ব্যবসায় দীর্ঘমেয়াদি প্রভাব ইতিবাচক রাখতে  PPBL এর উপর নির্ভরতা দূর করবে। যা কোম্পানির স্টকের দাম বৃদ্ধিতে সাহায্য করবে।  


( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না। )


Gold Price Today: আজ বাড়ল না কমল, রাজ্যে কত হল সোনার দাম ?