শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার : নিশীথ প্রামাণিক ( Nisith Pramanik )  নয়, লোকসভা ভোটে দীপক বর্মনকে প্রার্থী চেয়েছিলেন বিজেপি ( BJP )  কর্মীরা। উদয়ন গুহ ( Udayan Guha ) এবার প্রকাশ্যে আনলেন বিজেপির অন্দরের এমন এক নথি, যা ঘিরে শোরগোল পড়ে গেন রাজনৈতিক মহলে। সামনেই লোকসভা ভোট। আর এই আবহে কোমর বাঁধছে রাজনৈতিক দলগুলি। কোচবিহারের ( Coochbehar ) রাজনৈতিতে নিশীথ, উদয়নের ডুয়েলের কথা সকলেরই জানা। এবার উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী  এক নথি পোস্ট করে দাবি করলেন, বিজেপির লোকই নিশীথকে চায় না ! 



বুধবার উয়য়ন গুহ প্রকাশ্যে এনেছেন ২০১৯ সালের বিজেপির কোচবিহার জেলা কমিটির একটি বৈঠকের রেজলিউশনের কপি । পোস্ট করে তিনি দাবি করেছেন,  জেলার বিজেপি নেতৃত্ব স্বীকার করে নিয়েছে নিশীথ প্রামাণিকের ভাবমূর্তি ভাল নয় ! জোর করে তাকে প্রার্থী করার ফল ভুগতে হয়েছে কোচবিহারের বাসিন্দাদের। উদয়ন লিখেছেন, ' এটা ২০১৯ সালে বিজেপির কোচবিহার জেলা কমিটির মিটিং এর রেজল্যুশন যেখানে জেলার সব নেতৃত্ব স্বীকার করে নিয়েছেন নিশিথ প্রামানিকের ভাবমূর্তি ভালোনা এবং তাকে যেন প্রার্থী করা না হয়। অথচ জোর করে সেই প্রার্থীকে কোচবিহারবাসির ঘাড়ে চাপিয়ে দেওয় হয় যার ফল গত ৫ বছর ধরে কোচবিহার লোকসভা কেন্দ্রের জনগন কে ভুগতে হয়েছে। সবাই সাবধান।' (sic)


২৪-এর লোকসভা ভোটের আগে উদয়ন গুহর এই পোস্ট ঘিরে স্বাভাবিকভাবেই সরগরম কোচবিহারের রাজনীতি। যদিও, কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক নিখিলরঞ্জন দে-র দাবি, সদ্য তৃণমূল থেকে যোগ দিয়েই প্রার্থী হওয়ায় দলের অন্দরে ক্ষোভ ছিল, যা এখন মিটে গিয়েছে।  


আরও পড়ুন, শাঁখ, উলুতে সন্দেশখালিতে পা, 'কাঁদনি মা কাঁদনি' বৃদ্ধাকে বুকে টানলেন শুভেন্দু 


বারবার বিভিন্ন কারণে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী একে অপরকে নিশানা করে থাকেন। আর তাতেই সরগরম থাকে কোচবিহারের রাজনীতি। কয়েক মাস আগেই  বাড়ি থেকে 'বের করে পেটানো'র হুমকি দেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। নিজের বিধানসভা এলাকায় ১০০ দিনের কাজ ও আবাস যোজনায় কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে পদযাত্রা করেছিলেন দিনহাটার তৃণমূল বিধায়ক ও উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী। সেদিন পদযাত্রা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিকের এলাকা ভেটাগুড়িতে। সেখান থেকেই সন্ত্রাস ইস্যুতে নিশীথ প্রামাণিককে আক্রমণ করেন উদয়ন গুহ। কখনও আবার উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীকে দিনহাটার গব্বর বলে কটাক্ষ ছুড়ে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। 


২০২১-এর ভোটে দিনহাটা বিধানসভা কেন্দ্রে মাত্র ৫৭ ভোটে নিশীথ প্রামাণিকের কাছে হেরে যান উদয়ন গুহ। আবার, নিশীথ বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার পর ১ লক্ষ ৬৪ হাজার রেকর্ড ভোটে জয়ী হন উদয়ন।  পঞ্চায়েতেও দিনহাটায় থাবা বসিয়েছে তৃণমূল। এবার লোকসভা নির্বাচনে কী হয়, সেটাই দেখার।