Paytm Payments Bank Limited: পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক লিমিটেড সম্প্রতি জানিয়েছে যে সমস্ত পেটিএম ওয়ালেটে কোনও ব্যালান্স নেই, অর্থাৎ এক টাকাও অ্যাকাউন্টে নেই এবং বিগত ১ বছর ধরে কোনও লেনদেন হয়নি, সেই সমস্ত পেটিএম ওয়ালেট (Paytm Wallet) বন্ধ হয়ে যাবে ২০ জুলাই ২০২৪ থেকে। পেটিএমের ওয়েবসাইটে জানানো হয়েছে যে, এই ধরনের ওয়ালেট ব্যবহারকারীদের সঙ্গে পেটিএমের তরফে কথা বলা হবে এবং ওয়ালেট (Paytm Payments Bank) বন্ধ করে দেওয়ার অন্তত ১ মাস থেকে নোটিশ পিরিয়ড দেওয়া হবে।


পেটিএম পোস্ট পেমেন্টস ব্যাঙ্কের পক্ষ থেকে তাদের ওয়েবসাইটে বলা হয়েছে, 'অনুগ্রহ করে নজর দিন। যে সমস্ত পেটিএম ওয়ালেটে কোনও ব্যালান্স (Paytm Payments Bank) নেই এবং বিগত ১ বছর ধরে কোনওরকম লেনদেন চলেনি, সেই ধরনের সমস্ত ওয়ালেট নিষ্ক্রিয় হয়ে যাবে আগামী ২০ জুলাই ২০২৪ থেকে।'


এই বছর মার্চ মাসে রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশে পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা নেমে আসে। এরপর থেকে আর কোনও নতুন টাকা আমানত নিতে পারবে না পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক, এমনকী কোনও ঋণও দিতে পারবে না ১৫ মার্চের পর থেকে। সেই নিষেধাজ্ঞা এখনও জারি আছে আর এর ফলেই পেটিএমের অন্দরে বিপর্যয় নেমে আসে। পেটিএমকে ঘিরে চাঞ্চল্য শুরু হয়। শেয়ারের দাম হু হু করে পড়তে থাকে পেটিএমের প্যারেন্ট কোম্পানি ওয়ান৯৭ কমিউনিকেশনের। রিজার্ভ ব্যাঙ্কের এই নিষেধাজ্ঞা জারির পর থেকেই ধুঁকছে পেটিএম। তবে এই নতুন আমানত গ্রাহ্য না হলেও যদি পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা জমা থাকে, সেই টাকা স্বচ্ছন্দে তুলতে পারবেন গ্রাহকরা। টাকা তোলার ক্ষেত্রে কোনও বাধা নেই। পেটিএম ওয়ালেটে জমানো টাকার উপর এই নিষেধাজ্ঞার কোনও প্রভাব পড়বে না।


তবে পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের পক্ষ থেকে জানানো হয়েছে ওয়ালেট যাতে বন্ধ না হয়ে যায়, তাঁর জন্য এই কাজগুলি করতে পারেন গ্রাহকরা-



  • নমিনি যোগ করা বা পরিবর্তন করা

  • ব্যালান্স জানা

  • নেট ব্যাঙ্কিং

  • এটিএমের জন্য আবেদন


 এর মাধ্যমে ওয়ালেট বা পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের অ্যাকাউন্ট নিষ্ক্রিয় থাকলেও ফের সক্রিয় হয়ে উঠবে। এছাড়াও কীভাবে ওয়ালেটকে সক্রিয় করবেন ?



  • প্রথমেই পেটিএমের পিপিবিএল সেকশনের Wallet আইকনে ক্লিক করতে হবে।

  • এখানে আপনি দেখতে পাবেন 'Your Wallet is Inactive' লেখা।

  • ক্লিক করতে হবে 'Activate Wallet' অপশনে এবং তারপর আপনার নিষ্ক্রিয় অ্যাকাউন্ট সক্রিয় করতে পারবেন।


আরও পড়ুন: PPF Account: ম্যাচিওরিটির আগেই তুলতে পারবেন PPF-এর টাকা ! কীভাবে ?