Pension Rule: পেনশন ও পেনশনভোগী কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে একটি নতুন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে কেন্দ্র সরকার পেনশনভোগীদের ৮০ বছর বয়স পেরোলেই বাড়তি পেনশনের সুবিধে দেবে। ৮০ বা তাঁর বেশি বয়সীরা এবার থেকে বাড়তি পেনশন (Pension Scheme) পাবেন। এই অতিরিক্ত সুবিধেকে নামকরণ করা হয়েছে 'কমপ্যাশনেট অ্যালাউয়েন্স' হিসেবে। দেশের বরিষ্ঠ অবসরপ্রাপ্ত নাগরিকদের প্রয়োজনীয় অ্যালাউয়েন্স (Additional Pension) সমানভাবে দেওয়ার জন্য এই উদ্যোগ নিয়েছে কেন্দ্র সরকার।


এই মন্ত্রকের সর্বশেষ অফিস মেমোরান্ডাম অনুযায়ী কেন্দ্র সরকারের পেনশনভোগী যে সমস্ত ব্যক্তির বয়স ৮০ বছর হয়ে গিয়েছে, তারা ঠিক যেদিন ৮০ বছরে পদার্পণ করেছেন, সেই দিন থেকেই বাড়তি পেনশন পেতে শুরু করবেন। যেমন কোনো পেনশনভোগী ব্যক্তি যদি ১৯৪২ সালের ২০ অগাস্ট জন্মগ্রহণ করে থাকেন, তাহলে ২০২২ সালের ১ অগাস্ট থেকেই তিনি অতিরিক্ত পেনশন পেতে শুরু করবেন। একইভাবে কোনো ব্যক্তি যদি কোনো মাসের প্রথম দিনেই জন্মগ্রহণ করে থাকেন, তাহলেও তিনি ঠিক সেই দিন থেকেই অতিরিক্ত পেনশন পেতে থাকবেন।


এই অতিরিক্ত পেনশনের হার মূলত বয়সসীমা এবং ইনক্রিমেন্টের হারের উপর নির্ভর করে। কী নিয়ম রয়েছে কেন্দ্র সরকারের ?


৮০ থেকে ৮৫ বছরের মধ্যে বয়স হলে তিনি তাঁর বেসিক পেনশনের ২০ শতাংশ অতিরিক্ত হিসেবে পাবেন।


৮৫ থেকে ৯০ বছরের মধ্যে বয়স যাদের তারা বেসিক পেনশনের ৩০ শতাংশ বাড়তি পেনশন হিসেবে পাবেন।


৯০ থেকে ৯৫ বছর বয়সীদের জন্য বেসিক পেনশনের ৪০ শতাংশ অতিরিক্ত পেনশন পাওয়া যাবে।


৯৫ থেকে ১০০ বছর বয়সীদের ক্ষেত্রে বেসিক পেনশনের ৫০ শতাংশ মিলবে বাড়তি হিসেবে।


১০০ বা তার বেশি বয়সীদের জন্য বেসিক পেনশনের ১০০ শতাংশ অর্থাৎ দ্বিগুণ বেসিক পেনশন পাবেন পেনশনভোগী ব্যক্তি।


এই নিয়ম অনুসারে ঠিক যে মাসে ব্যক্তির বয়স ৮০-তে পড়বে, সেই মাসের ১ তারিখ থেকেই এই অতিরিক্ত পেনশনের হিসেব শুরু হয়ে যাবে। এই অতিরিক্ত পেনশনের সুবিধে যাতে দেশের সমস্ত কেন্দ্র সরকারি অবসরপ্রাপ্ত কর্মীরা সঠিকভাবে পান, তার জন্য পেনশন ও পেনশনভোগী কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে সমস্ত বিভাগ ও পেনশন বণ্টনকারী ব্যাঙ্কগুলিকে নির্দেশনামা জারি করা হয়েছে। প্রয়োজনমত পেনশনের ক্ষেত্রে এই বয়সের হিসেব মেনে তথ্যে পরিবর্তন করে নেওয়ার আদেশ দেওয়া হয়েছে।  


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Success Story: ইসরোর বিজ্ঞানী থেকে ২ কোটির ক্যাব ব্যবসা ! অসম্ভবকে সম্ভব করেছেন এই ব্যক্তি