Pension Update: পেনশনভোগীদের এবার সতর্ক হতে হবে। ফ্যামিলি পেনশন (Pension Scheme) পাচ্ছেন যারা, তাদেরও সতর্কতা জরুরি। আপনার কাছে যদি কোনও কল আসে, যেখানে আপনার থেকে পিপিও নম্বর চাওয়া হচ্ছে, জন্মতারিখ, ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য চাওয়া হচ্ছে, তাহলে সাবধান। প্রতারণার শিকার (Pension Scam Alert) হতে পারেন আপনি। সতর্ক না হয়ে এই ফাঁদে পা দিলেই আপনার কষ্টার্জিত অর্থ লুট করে নেবে জালিয়াতরা। এই পরিস্থিতিতে সেন্ট্রাল পেনশন অ্যাকাউন্টিং অফিসের (CPAO) পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে। সিপিএও সংস্থা স্পষ্ট জানিয়েছে এমন ধরনের কল বা মেসেজ এলে কখনই জরুরি তথ্য শেয়ার করা যাবে না।


ভুয়ো কল থেকে সাবধান


ভারত সরকারের অর্থমন্ত্রকের অধীনে সেন্ট্রাল পেনশন অ্যাকাউন্টিং অফিস পেনশনভোগীদের সতর্ক করে জানিয়েছে, জালিয়াতরা এখন সেন্ট্রাল পেনশন অ্যাকাউন্টিং অফিসের হয়ে প্রতারণা করে পেনশনভোগীদের অ্যাকাউন্ট থেকে টাকা লুট করছে। এমনভাবে তারা ফোন করবে যেন তারা দিল্লির অফিস থেকেই কথা বলছেন। এই জালিয়াতরা পেনশনভোগীদের কাছে হোয়াটসঅ্যাপ, ই-মেল এবং এসএমএসের মাধ্যমে ফর্ম পাঠাচ্ছে এবং তা পূরণ করে দিতে বলছে। আর এই ফর্ম পূরণ না করলে পেনশন বন্ধ করে দেওয়ার হুমকিও দিচ্ছে।


ভুলেও জরুরি তথ্য শেয়ার করবেন না


সেন্ট্রাল পেনশন অ্যাকাউন্টিং অফিস সমস্ত পেনশনভোগীদের সতর্ক করেছে যাতে তারা এমন প্রতারণার ফাঁদে পা না দেন। সিপিএও জানিয়েছে পেনশনভোগীরা যেন কোনওভাবেই পিপিও নম্বর, জন্মতারিখ বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য শেয়ার না করেন। ব্যাঙ্ক বা অন্য কোনও সরকারি সংস্থা এভাবে ফোন বা মেসেজের মাধ্যমে এই জরুরি তথ্যগুলি জানতে চায় না।


এর কিছুদিন আগেই আইটিআর রিফান্ডের নামে ভুয়ো মেসেজে বা ইমেলে টাকা লুট করার ঘটনা প্রকাশ্যে এসেছিল। এজন্য আয়কর বিভাগের পক্ষ থেকে সাধারণ মানুষকে সতর্ক করাও হয়েছিল। আয়কর বিভাগ জানিয়েছে, আজকাল প্রতারকরা আয়কর রিফান্ডের নামে প্রতারণা করছে। এর জন্য তারা লোকেদের কাছে ভুয়ো বার্তা পাঠায় যাতে বলা হয় অ্যাকাউন্টে টাকা ফেরত দেওয়া হবে। এর সঙ্গে একটি লিঙ্ক শেয়ার করা হয়, যাতে লোকেদের তাদের তথ্য যাচাই করতে বলা হয়। আপনি যদি এই লিঙ্কে ক্লিক করেন এবং চাওয়া বিবরণ দেন, তাহলে আপনি প্রতারণার শিকার হতে পারেন এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি হয়ে যেতে পারে।


আরও পড়ুন: LIC Dividend: ৩৬৬২ কোটির ডিভিডেন্ড ! সরকারের কোষাগার ভরিয়ে দিল এই সংস্থা