কলকাতা :  ৯ অগাস্ট কলকাতার বুকে ঘটে যায় সেই নৃশংস মর্মান্তিক ঘটনা। যে রহস্যের জট আজও খোলেনি। পরপর বেশ কয়েকটি প্রশ্নই মাথা চাড়া দিয়ে উঠছে। সেদিনের ঘটনার উল্লেখ করেই পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষি। অভিযোগ সেদিন, আরজি কর হাসপাতালের মর্গ থেকে দেহ দ্রুত বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। সেই সময় মিনাক্ষী মৃত চিকিৎসকের পরিবারের সঙ্গে কথা বলতে যান।  আর তখনই সেখানে উপস্থিত পুরুষ পুলিশকর্মীদের আচরণের  বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন তিনি। মীনাক্ষির অভিযোগ, সেখানকার পুলিশকর্মীরা ইচ্ছে করেই তাঁর বুকে ধাক্কা দেয়, সজোরে ঘুষি চালায়। 


৯ অগাস্ট হাসপাতালের সামনে ছিলেন ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষি মুখোপাধ্যায়। সে-সময় নাকি যথেষ্ট মহিলা পুলিশ সেখানে ছিলেন না। এই সময় পুরুষ পুলিশকর্মীরাই নাকি জোড়াজুড়ি করে তাঁদের সেখান থেকে সরায়। শুধু তাই নয়, পুলিশের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে আমার বুকে ধাক্কা মারার ও ক ঘুষি মারার অভিযোগ করেন তিনি। অভিযুক্ত পুলিশকর্মীদের বিরুদ্ধে এবার কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানালেন তিনি। চিঠি লিখলেন নগরপাল বিনীত গোয়েলকে। অভিযুক্ত পুলিশকর্মীদের বিরুদ্ধে এফআইআর করে পদক্ষেপের দাবি করেছেন তিনি। 


মীনাক্ষির কথায় , 'এইসময় উপস্থিত পুলিশের একাংশ অভিষেক গুপ্তার নেতৃত্ব কোনোরকম মহিলা পুলিশের অনুপস্থিতিতে আইন শৃঙ্খলা রক্ষার নামে বিনা প্ররোচনায় সচেতনভাবে ও ইচ্ছাকৃতভাবে আমার বুকে ধাক্কা মারে, কয়েকটি সজোরে ঘুষি চালায়, মহিলা পুলিশ ছাড়াই বহু সংখ্যক পুরুষ পুলিশ আমাদের ধাক্কা দেয়, মারে' 


সেই সংক্রান্ত একটি ছবিও ভাইরাল হয়েছে। ডিওয়াইএফআই মীনাক্ষির করা মেইলের একটি কপি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে। তাতে দেখা যাচ্ছে, পুলিশে বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন মীনাক্ষি। ওই মেলেই উল্লেখ, যখন সন্ধে সাড়ে ৭ টা নাগাদ দেহ করে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল পুলিশ, সে সময়ই পরিবারের লোকের সঙ্গে কথা বলতে চান DYFI নেত্রী। তখন পুলিশ তো তাঁদের কোনও সহায়তা করেনইনি, উপরন্তু তাঁদের সঙ্গে খারাপ আচরণ করে, গায়ে হাত দেয়। এই অভিযোগ পেয়ে কলকাতা পুলিশ আদৌ কোনও ব্যবস্থা নেয় কিনা সেটাই দেখার। 





আরও পড়ুন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ, গড়লেন ইতিহাস