কলকাতা: গত ২৪ ঘণ্টায় বেশ কিছুটা কমল রাজ্যের দৈনিক কোভিড সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় পাঁচশোরও নীচে নেমেছে দৈনিক কোভিড সংক্রমণ গ্রাফ। যদিও মৃত্যু নিয়ে চিন্তা বেড়েছে। কারণ, আগের দিনের তুলনায় গত ২৪ ঘণ্টায় কোভিডে দৈনিক মৃত্যু বেড়েছে। 


রাজ্যের কোভিড-গ্রাফ:



  • বুলেটিন অনুযায়ী রাজ্যে (West Bengal) গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত ৩৭৭ জন।

  • গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ৫ জনের।

  • গত ২৪ ঘণ্টায় সংক্রমণ মুক্ত হওয়ার সংখ্যা অবশ্য নতুন আক্রান্তের থেকে অনেকটাই বেশি।

  • গত ২৪ ঘণ্টায় রাজ্যে সংক্রমণ মুক্ত হয়েছে ৯১৭ জন।

  • রাজ্যে সুস্থতার হার ৯৮.৬৩ শতাংশ।

  • গত ২৪ ঘণ্টায় রাজ্যে পরীক্ষা হয়েছে ৬ হাজার ৫৭৪টি কোভিড (Covid) নমুনার।

  • ৮ অগস্টের বুলেটিন অনুযায়ী রাজ্যে পজিটিভিটি রেট (Positivity Rate) ৫.৭৩ শতাংশ।

  • এখন হোম আইসোলেশনে রয়েছেন ৭ হাজার ৪৩ জন কোভিড আক্রান্ত।

  • হাসপাতালে ভর্তি রয়েছেন ২৫৯ জন কোভিড আক্রান্ত।

  • বুলেটিন অনুযায়ী এ দিন ১৭ হাজার ৪২৩টি কোভিড টিকা দেওয়া হয়েছে।


 






দেশের পরিস্থিতি:
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় (Covid) আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ১৬৭ জন। গতকাল দৈনিক আক্রান্তর সংখ্যা ছিল ১৮ হাজার ৭৩৮। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে  জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৪০। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৬ হাজার ৭৩০ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৪১ লক্ষ ৬১ হাজার ৮৯৯। এই পরিস্থিতিতে কোভিড বিধি মেনে চলার পরামর্শই দিচ্ছেন চিকিৎসক ও স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত বিশেষজ্ঞরা।


আরও পড়ুন: মায়ের দুধ খেয়েও ভরছে না পেট? শিশু কাঁদছে ? কী করবেন