PSU Stocks: ভারতের অর্থনীতি ক্রমেই চাঙ্গা হচ্ছে। একটি প্রতিবেদনে দেখা গিয়েছে ভারতের অর্থনীতি ২০২৩-২৪ অর্থবর্ষে ৮.২ শতাংশ বেড়েছে। গতকাল শুক্রবার মুদ্রানীতির বৈঠকে (RBI MPC Meeting) ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে আগামী সময়ে ভারতের জিডিপি ৭-৭.২ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। আর বিগত অর্থবর্ষে সবথেকে বেশি লাভবান হয়েছে সরকারি খাতের সংস্থাগুলি (PSU Dividend)। আর এইসব সংস্থাগুলি মোট ১.৫ লক্ষ কোটি টাকার ডিভিডেন্ড (Dividend Stock) দিয়েছে তাঁর বিনিয়োগকারীদের। এমনকী এইসব সংস্থার অর্ডার বুক বেশ শক্তপোক্ত। এর আগের অর্থবর্ষে অর্থাৎ ২০২২-২৩ অর্থবর্ষে সরকারি সংস্থাগুলি ১.০৭ লাখ টাকার ডিভিডেন্ড দিয়েছিল।


৫.৩ লক্ষ কোটির মুনাফা হয়েছে সরকারি সংস্থাগুলির


২০২৩-২৪ অর্থবর্ষে সমস্ত সরকারি সংস্থাগুলির নেট মুনাফা ৪৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫.৩ লক্ষ কোটি টাকায়। আর তাই এবারে ডিভিডেন্ডের (PSU Dividend) হিসেবেও বৃদ্ধি পেয়েছে ৩৬.১ শতাংশ। সাধারণত সংস্থা তাঁর নেট মুনাফার একটি অংশ ডিভিডেন্ড বা লভ্যাংশ হিসেবে তাঁর বিনিয়োগকারীদের মধ্যে বণ্টন করে দেয়।


উচ্চ মুনাফা দেয় সরকারি স্টকগুলি


বিনিয়োগকারীদের কাছে এইসব সরকারি স্টকগুলি খুব ভাল ডিভিডেন্ড (Dividend Stock) দেওয়ার জন্যেই বিখ্যাত। এইসব সংস্থায় সরকারের স্টেক আছে সর্বোচ্চ ৬১ শতাংশ পর্যন্ত। আর এই উচ্চ ডিভিডেন্ডের কারণে সরকারের অনেকাংশে লাভ হয়। গত মাসেই ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক সরকারকে ২.১ লক্ষ কোটি টাকার ডিভিডেন্ড দিয়েছে যা এক কথায় রেকর্ড ভেঙেছে বলা চলে।


এই ৫ সরকারি স্টকে এসেছে বিপুল ডিভিডেন্ড


সবথেকে বেশি ডিভিডেন্ড দেওয়া সরকারি স্টকগুলির মধ্যে সবার প্রথমে রয়েছে ইন্ডিয়াল অয়েল কর্পোরেশন। এর পরেই রয়েছে কোল ইন্ডিয়া, ওএনজিসি, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, পাওয়ার গ্রিড কর্পোরেশন এইসব সংস্থাগুলি। ২০২৩-২৪ অর্থবর্ষে ইন্ডিয়ান অয়েল ১৬,৫২৬ কোটি টাকা, কোল ইন্ডিয়া ১৫,৭১৫ কোটি টাকা, ওএনজিসি ১৫,৪১১ কোটি টাকা ডিভিডেন্ড দিয়েছে বিনিয়োগকারীদের। অন্যদিকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ১২,২২৮ কোটি টাকা, পাওয়ার গ্রিড কর্পোরেশন ১০,৪৬৩ কোটি টাকার ডিভিডেন্ড দিয়েছে। দেশের সমস্ত সরকারি স্টকগুলির মধ্যে ডিভিডেন্ড দেওয়ার দিক থেকে মোট ৪৮ শতাংশ ডিভিডেন্ড এসেছে এই ৫ সংস্থা থেকেই।


( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)


আরও পড়ুন: Upcoming IPO: ৭৪০ কোটির আইপিও আনছে এই অনলাইন ট্রাভেল এজেন্সি, বিনিয়োগে কত টাকা লাগবে ?