Ixigo IPO: টিকিট বুকিং এবং ভ্রমণ পরিষেবার সঙ্গে জড়িত এই সংস্থা (Ixigo IPO) এবার শেয়ার বাজারে তাদের আইপিও আনতে চলেছে। এই আইপিওর মাধ্যমে বাজার থেকে ৭৪০ কোটি টাকা তুলতে চাইছে এই সংস্থা। আগামী সপ্তাহেই বাজারে আসবে এই আইপিও (Upcoming IPO)। দেখে নিন বিনিয়োগ করতে গেলে ন্যূনতম কত টাকা লাগবে এবং এই আইপিওর আরও নানা দিক।
সংস্থার ফোকাস যে কাজে
এক্সিগো ব্র্যান্ডের নামে আসলে ব্যবসা পরিচালনা করে লি ট্রাভেল নিউজ টেকনোলজি লিমিটেড সংস্থা। এই সংস্থা একটি নিউ এজ টেকনোলজি ব্র্যান্ড এবং তাদের সদর দফতর রয়েছে গুরগাঁওতে। এই সংস্থার (Upcoming IPO) মাধ্যমে অনলাইনে ট্রেন ও বিমানের টিকিট বুকিং করা যায়। এছাড়া বাসের টিকিট এবং হোটেলের ঘর বুকিংও করা যায় এই প্ল্যাটফর্মের মাধ্যমে। ভ্রমণের নানা বিষয়ের সমাধান দিতে সতত প্রস্তুত এই ইক্সিগো সংস্থা (Ixigo IPO)। ট্রাভেল ইন্ডাস্ট্রির একটি সমৃদ্ধিশালী বাজারের দিকে ফোকাস রয়েছে ইক্সিগোর।
অ্যাঙ্কর বিনিয়োগকারীরা আজ থেকেই বিড করতে পারবেন
জানা গিয়েছে, ইক্সিগোর আইপিওতে আজ থেকেই অ্যাঙ্কর বিনিয়োগকারীরা এই আইপিওতে বিড করতে পারবেন। আগামী সপ্তাহের সোমবার শেয়ার বাজারে আইপিও আনবে এই সংস্থা। ১০ জুন থেকে আগামী ১২ জুন পর্যন্ত বিড করতে পারবেন বিনিয়োগকারীরা। আর তারও আগে আজ ৭ জুন থেকেই বিডিং শুরু হল অ্যাঙ্কর বিনিয়োগকারীদের।
বিনিয়োগ করতে ন্যূনতম কত টাকা লাগবে
ইক্সিগো আইপিওর মোট মূল্য ৭৪০ কোটি টাকা। এর মধ্যে ৬২০ কোটি টাকার শেয়ার বিক্রি করা হবে অফার ফর সেলের মাধ্যমে। এছাড়াও ১২০ কোটি টাকার নতুন শেয়ার ছাড়া হবে এর মাধ্যমে। এই আইপিওর প্রাইসব্যান্ড স্থির করা হয়েছে ৮৮ টাকা থেকে ৯৩ টাকা। অর্থাৎ কোনও বিনিয়োগকারী যদি এই আইপিওতে বিনিয়োগ করতে চান, তাহলে তাঁকে একটি লটে মোট ১৬১টি শেয়ার কিনতে হবে। আইপিওর আপার প্রাইসব্যান্ড অনুযায়ী, বিনিয়োগকারীদের ১৪,৯৭৩ টাকা লাগবে।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
আরও পড়ুন: Stock Market Update: মোদির জোটসঙ্গীর স্ত্রী, ৫ দিনে এই স্টকে আয় করেছেন ৫৭৯ কোটি টাকা