Gold Rate: সোনার দামে বড় বদল। সপ্তাহান্তে হু হু করে কমল দাম। শুক্রবারের বাজারে যে হারে দাম বেড়েছিল সোনার, তার থেকে অনেকটাই কমে গেল আজকের বাজারে। আজ শনিবার ৮ জুন সোনার দাম কমে গেল বাজারে। কত দরে বিকোচ্ছে হলুদ ধাতু ? দেখে নিন রেটচার্ট। 

শনিবারের বাজারে কী বদল সোনার দামে

আজ শনিবার দাম কত হল সোনার (Gold Rate Today)? গতকাল শুক্রবারের তুলনায় ২৪ ক্যারাট সোনার দাম আবার কমে গিয়েছে। গ্রাম প্রতি সোনার দাম এখন হয়েছে ৭০৯০ টাকা। অন্যদিকে ২২ ক্যারাট সোনা বা গহনার সোনার দাম কমে হয়েছে ৬৮৪৯ টাকা। আজ সোনা বিক্রি করতে গেলে ২২ ক্যারাট সোনার (Gold Rate Today) জন্য দাম পাবেন ৬৪৫২ টাকা। ১৮ ক্যারাট সোনার দাম আজ হয়েছে ৫৬৪৪ টাকা। আজ অনেকটাই কমে গিয়েছে রুপোর দাম। শনিবার রুপোর দাম প্রতি কেজিতে ৮৮ হাজার ৩৪০ টাকা।

আজকের সোনার দর (৮ জুন, ২০২৪):

সোনা ওজন দাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995)  ১ গ্রাম ৭০৯০
২২ ক্যারেট (কিনতে গেলে) ১ গ্রাম ৬৮৪৯
২২ ক্যারেট (বেচতে গেলে)  ১ গ্রাম ৬৪৫২
১৮ ক্যারেট  ১ গ্রাম ৫৬৪৪

 

রুপো (৯৯৯) ১ কেজি ৮৮,৩৪০

সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই।

তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)*

সোনার দামে হেরফের

সোনার দামও পেট্রোল ডিজেলের দামের মত প্রতিদিনই ওঠানামা করে। সোমবার গ্রাম প্রতি ৩০ টাকা বেড়েছিল ২৪ ক্যারাট সোনার (Gold Rate Today) দাম। আর বুধবার সেই দাম খানিকটা কমে। বৃহস্পতিবারও দাম কমেছে ১৪ টাকা। দাম কমার ধারা বজায় ছিল এতদিন। সেই ধারা বাজারে আবার ফিরে এসেছে। গত সপ্তাহের সোমবার এসে আরও বেড়েছিল সোনার (Gold Rate Today) দাম। ভোটের ফলাফলের হাওয়ায় আবার দাম বেড়ে গিয়েছিল সোনার। শনিবারের বাজারে সেই দাম অনেকটা কমে গেল। সপ্তাহান্তে এসে বড় সুযোগ। আজ কিনলে অনেকটাই সস্তায় পাবেন সোনা। 

আরও পড়ুন: Petrol Diesel Price: ভোট মিটতে সস্তা হল পেট্রোল ডিজেল ? এই ৫ জেলায় কমল দাম- শহরে কত হল লিটার ?