FD Interest Rate: হতাশার বাজারে আশার আলো দেখাতে পারে এই ব্যাঙ্ক। এই বাজারেও Fixed Deposit (FD)-এ পেতে পারেন ৭.৫ শতাংশ সুদ। জেনে নিন কারা দিচ্ছে এই সুযোগ।


Fixed Deposit Rate: প্রবীণ নাগরিকদের(ফিক্সড ডিপোজিটের উপর এই রিটার্ন দিচ্ছে Ujjivan Small Finance Bank।  বয়স্ক বিনিয়োগকারীরা বর্তমানে এই ব্যাঙ্কে 7.5 শতাংশ হারে সুদ পাচ্ছেন। যা অন্যান্য ব্যাঙ্কের তুলনায় বেশ ভাল।


FD Interest Rate: অন্যান্য ব্যাঙ্কে সুদের হার বর্তমানে বিনিয়োগকারীরা বেশিরভাগ ব্যাঙ্কের স্থায়ী আমানত বা Fixed Deposit-এ 6.5 থেকে 6.9 শতাংশ পর্যন্ত রিটার্ন পান। অন্যদিকে, উজ্জীবন স্মল ফিন্যান্স ব্যাঙ্কের প্রবীণ নাগরিকরা সেই তুলনায় বেশ সুদ পাচ্ছেন।


FD Interest Rate: প্রবীণ নাগরিকদের জন্য সুবিধা এই 7.5 শতাংশ সুদের ভিত্তিতে গণনা করা হলে, প্রবীণ নাগরিকরা 3 বছরে 3 মাসে 1 লাখ টাকার বিনিয়োগে 1 লাখ 22 হাজারের বেশি টাকা পেতে পারেন। 


Fixed Deposit Rate: সাধারণ এফডি আমানতকারীদের জন্যও সুবিধা প্রবীণ নাগরিকদের জন্য 7.5 শতাংশ এফডি পাওয়ার সুবিধা থাকলেও, সাধারণ আমানতকারীদেরও উজ্জীবন ব্যাঙ্ক ভাল সুদ দিচ্ছে। ব্যাঙ্কের ওয়েবসাইটে জানানো হয়েছে যে, বিনিয়োগকারীরা সাধারণ এফডিতে 990 দিনের জন্য 6.75 শতাংশ রিটার্ন পাবেন। যা তাদের জন্য একটি লাভজনক ডিল হতে পারে। আপনি যদি এই সম্পর্কে আরও তথ্য চান, তাহলে ব্যাঙ্কের ওয়েবসাইট ujjivansfb.in-এ গিয়ে আরও তথ্য পেতে পারেন।