FD Interest Rate: বিনিয়োগকারীদের জন্য আজও সেরা লগ্নির জায়গার মধ্যে অন্যতম Fixed Deposit(FD)।বেশিরভাগ ক্ষেত্রে নিরাপদ ও নির্দিষ্ট রিটার্ন পেতে FD-তে বিনিয়োগ করেন আমানতকারীরা। তবে বেশি লাভের মুখ দেখতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে আপনাকে। জেনে নিন, কোন কোন ব্যাঙ্কে FD-তে পাবেন বেশি সুদ।
Fixed Deposit tips: অনেকেই বেশি রিটার্নের আশায় যেকোনও জায়গায় বিনিয়োগ করে বসেন, যা ঠিক নয়। নিশ্চিত সুরক্ষা দেয় না এমন আর্থিক প্রতিষ্ঠানে টাকা রাখা থেকে এড়িয়ে চলুন। আজ আমরা আপনাকে এমন 5টি ব্যাঙ্কের কথা বলতে যাচ্ছি, যেগুলি 1-5 বছর পর্যন্ত FD (1-5 বছরের FD) তে দারুণ সুদ দিচ্ছে।
FD Interest Rate: এক বছরের FD
৬ শতাংশ সুদ দিচ্ছে IndusInd Bank।
RBL Bank সুদ দিচ্ছে ৬ শতাংশ হারে।
DCB Bank ৫ দশমিক ৫৫ শতাংশ হারে সুদ দিচ্ছে।
৫.২৫ শতাংশ হারে সুদ দিচ্ছে Bandhan Bank।
IDFC First Bank ৫.২৫ শতাংশ হারে সুদ দিচ্ছে।
FD Interest Rate: ৩ বছরের এফডি
RBL Bank ৬.৩০ শতাংশ সুদের হার অফার করছে।
Bandhan Bank ২৫ শতাংশ সুদের হার অফার করছে।
IndusInd Bank দিচ্ছে ৬ শতাংশ সুদ।
DCB Bank ৫.৯৫ শতাংশ সুদ দিচ্ছে।
IDFC First Bank দিচ্ছে ৫.৭৫ শতাংশ হারে সুদ।
FD Interest Rate: ৫ বছরের এফডি
RBL ব্যাঙ্কে ৬.৩০ শতাংশ হারে সুদ পাওয়া যাবে।
IDFC ফার্স্ট ব্যাঙ্কে ৬ শতাংশ হারে সুদ পাওয়া যাবে।
IndusInd Bank সুদ পাবে ৬ শতাংশ হারে।
DCB Bank ৫.৯৫ শতাংশ হারে সুদ পাওয়া যাবে।
Axis Bank ৫.৭৫ শতাংশ হারে সুদ পাওয়া যাবে।
Fixed Deposit tenure: মেয়াদের সময়কাল
এফডিতে বিনিয়োগ করার আগে তার মেয়াদ সম্পর্কে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। মনে রাখবেন, মেয়াদ শেষের আগে এফডি ভাঙলে টাকা কাটা যাবে। এতে আমানতের ওপর অর্জিত মোট সুদ কমতে পারে।