HDFC Interest Rates: রিজার্ভ ব্যাঙ্কের (RBI) আর্থিক নীতি মেনে এবার স্থায়ী আমানতে (Fixed Deposit Interest Rates)সুদের হার বাড়াল HDFC। ১৪ ফেব্রুয়ারি থেকে লাগু হয়েছে ব্যাঙ্কের এই সুদের হার। জেনে নিন, নতুন হারে আপনার অ্যাকাউন্টে আসবে কত টাকা। 


Fixed Deposit Interest Rates: কদিন আগেই স্থায়ী আমানতে সুদের হার বৃদ্ধির কথা ঘোষণা করে SBI। এবার সেই পথেই হাঁটল HDFC Bank। ফিক্সড ডিপোজিট (FD)-এ সুদের হার বৃদ্ধির ঘোষণা করেছে ব্যাঙ্ক। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) ফেব্রুয়ারিতে তার দ্বি-মাসিক মুদ্রানীতি একই রাখার পর বেশ কয়েকটি ব্যাঙ্ক স্থায়ী আমানতের সুদের হার বাড়িয়েছে। আপনি একটি নির্দিষ্ট সময়ের মধ্যে ভাল রিটার্ন পেতে চাইলে ফিক্সড ডিপোজিট বা স্থায়ী আমানত হতে পারে অন্যতম বিকল্প।


HDFC Bank Hikes FD Interest Rates 
HDFC ব্যাঙ্ক সম্প্রতি 2 কোটি টাকার কম মূল্যের FD-তে সুদের হার বাড়িয়েছে। HDFC ব্যাঙ্কের ওয়েবসাইট অনুসারে 14 ফেব্রুয়ারি থেকে নতুন হার কার্যকর হয়েছে।


HDFC Interest Rates: ব্যাঙ্ক কর্তৃপক্ষ 7 দিন থেকে 29 দিনের মেয়াদি FD-র জন্য 2.5 শতাংশ, 30 দিন থেকে 90 দিনের জন্য 3 শতাংশ সুদের হার নির্ধারণ করেছে। 3.5 শতাংশ সুদের হার ধরা হয়েছে 91 দিন থেকে ৬ মাসের মধ্যে জন্য৷ পাশাপাশি ৬ মাস থেকে এক বছরের কম সময়ের মধ্যে মেয়াদি FDগুলির জন্য, সুদের হার হবে 4.40 শতাংশ৷


Fixed Deposit Interest Rates: এই ব্যাঙ্কে এক বছরের জন্য ফিক্সড ডিপোজিটে টাকা রাখলে সুদের হার হবে ৫ শতাংশ। আপনার স্থায়ী আমানত দুই বছর পর্যন্ত রাখলে একই পরিমাণ সুদ পাবেন। দীর্ঘমেয়াদী স্থায়ী আমানত দুই বছর একদিন থেকে তিন বছরের মধ্যে রাখলে সুদ পাবেন 5.30 শতাংশ।


HDFC Bank তিন বছর একদিন থেকে পাঁচ বছরের মধ্যে FD-তে জন্য 5.45 শতাংশ সুদ দিচ্ছে। পাশাপাশি পাঁচ বছর একদিন থেকে 10 বছরের মধ্যে পরিপক্ক FD-র জন্য বিনিয়োগকারীরা পাবেন 5.60 শতাংশ সুদ৷ জানুয়ারিতেই 2 কোটি টাকার কম মূল্যের FD-র ওপর সুদের হার পাঁচ থেকে দশ বেসিস পয়েন্ট বাড়িয়েছিল HDFC। এই নিয়ে দুই মাসের মধ্যে দ্বিতীয়বার FD-র ওপর সুদের হার বাড়াল ব্যাঙ্ক।