Jan Dhan Yojana : সবার জন্য অ্যাকাউন্ট, এই চিন্তাধারা থেকেই এসেছিল কেন্দ্রীয় সরকারের জন ধন যোজনা। যেখানে খাস আদমিদের পাশাপাশি আম আদমির জন্য অ্যাকাউন্টের সুবিধা দিয়েছে কেন্দ্রীয় সরকার (Central Government)।  আপনিও যদি এই অ্যাকাউন্ট খুলে থাকেন, তাহলে সহজেই সরকারি প্রকল্পের (Government scheme) সুবিধা নিতে পারবেন সহজেই। যে প্রকল্পের অধীনে সরকার সরাসরি পাবলিক অ্যাকাউন্টে টাকা জমা করে, সেই সমস্ত স্কিমের টাকা প্রথমে জন ধন অ্যাকাউন্টে  (jandhan khata) স্থানান্তরিত হয়।


জন ধন অ্যাকাউন্টধারকরা পাবেন ৩০০০টাকা : আজ আমরা আপনাকে এমন একটি স্কিম সম্পর্কে বলব, যার অধীনে সরকার জন ধন অ্যাকাউন্টধারকদের প্রতি মাসে ৩০০০ টাকা দিয়ে থাকে। এই সরকারি প্রকল্পের নাম প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন যোজনা। এই প্রকল্পের অধীনে প্রাপ্ত অর্থ পেনশন আকারে দেওয়া হয়। জন ধন অ্যাকাউন্টধারকও এই স্কিমের সুবিধা পাবেন।


বছরে পাওয়া যাবে ৩৬০০০ টাকা 
১৮ বছর থেকে ৪০ বছরের যেকোনও ব্যক্তি কেন্দ্রীয় সরকারের এই মানধন প্রকল্পে অংশ নিতে পারেন। এই প্রকল্পের নিয়ম অনুসারে, ব্যক্তিক ৬০ বছর হলে স্কিমের অর্থ তার অ্যাকাউন্টে স্থানান্তরিত করা হয়। এতে বছরে ৩৬,০০০ টাকা পাঠানো হয় জনধন অ্যাকাউন্টে।


কারা সুবিধা পাবেন ? অসংগঠিত ক্ষেত্রে কর্মরতরাই এই প্রকল্পের সুবিধা পাবেন। রাস্তার বিক্রেতা, মিড-ডে মিল শ্রমিক, হেড লোডার, ইট ভাটা শ্রমিক, মুচি, ন্যাকড়া বাছাইকারী, গৃহকর্মী, ধোপা, রিকশাচালক, ভূমিহীন শ্রমিকরা এই প্রকল্পের সুবিধা নিতে পারেন। আপনার মাসিক আয় ১৫,০০০ টাকার কম হয়, তবে আপনি এর সুবিধা নিতে পারেন।


কোন কোন নথি লাগবে ?  এই প্রকল্পের সুবিধা নিতে আপনার একটি আধার কার্ড থাকতে হবে। এছাড়াও আপনার জন ধন অ্যাকাউন্ট থাকাও প্রয়োজন। আপনাকে আপনার সেভিংস অ্যাকাউন্টের বিবরণও জমা দিতে হবে।


কত প্রিমিয়াম দিতে হবে ? 
এই প্রকল্পের অধীনে বিভিন্ন বয়স অনুসারে প্রতি মাসে ৫৫ থেকে ২০০ টাকা প্রিমিয়াম দিতে হয়। আপনি যদি ১৮ বছর বয়সে এই স্কিমে যোগ দেন, তাহলে আপনাকে প্রতি মাসে ৫৫ টাকা দিতে হবে। ৩০ বছর বয়সীদের ১০০ টাকা ও ৪০ বছর বয়সীদের ২০০ টাকা দিতে হবে। এই স্কিমে রেজিস্টার করতে আপনার সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা জন ধন অ্যাকাউন্টের IFS কোড দিতে হবে।  এছাড়াও আপনার অবশ্যই আধার কার্ডের পাশপাশি একটি বৈধ মোবাইল নম্বর থাকতে হবে।


কীভাবে রেজিস্টার করবেন নাম ? এই স্কিমের জন্য রেজিস্টার করতে কোনও ব্যক্তিকে কর্মচারী ভবিষ্যৎ তহবিল সংস্থা অর্থাৎ EPFO-র ওয়েবসাইটে যেতে হবে। সেখানে 
আপনার কাছাকাছি সাধারণ পরিষেবা কেন্দ্র অর্থাৎ CSC খুঁজে বের করতে হবে। এর পরে, IFSC কোড সহ আধার কার্ড ও সেভিংস অ্যাকাউন্ট বা জন ধন অ্যাকাউন্ট সম্পর্কে তথ্য দিতে হবে। প্রমাণ হিসাবে পাসবুক, চেক বই বা ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখানো যেতে পারে। অ্যাকাউন্ট খোলার সময় মনোনীত ব্যক্তির নামও দিতে হবে ওয়েবপোর্টালে।


আপনার বিশদ বিবরণ কম্পিউটারে এন্টার করার পর আপনি আপনার মাসিক প্রিমিয়াম সম্পর্কে জানতে পারবেন। এর পর আপনাকে প্রাথমিক প্রিমিয়াম নগদে দিতে হবে। অ্যাকাউন্ট খোলার পরে, আপনি শ্রম যোগী কার্ড পাবেন। LIC, স্টেট এমপ্লয়িজ ইন্স্যুরেন্স কর্পোরেশন (ESIC), EPFO বা কেন্দ্রীয় ও রাজ্য সরকারের শ্রম অফিসের শাখায় গিয়েও এই আবেদন করা যেতে পারে। কিছু রাজ্যে শ্রম বিভাগ নিজেই এই রেজিস্ট্রেশনের প্রচার চালায়।