LIC Alert: LIC-র পলিসি ভেবে প্রতারকদের হাতে টাকা দিচ্ছেন না তো ? সম্প্রতি গ্রাহকদের সতর্ক করতে সামাজিক মাধ্যমে বার্তা দিয়েছে লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (LIC)। যা শুনলে হতবাক হতে পারেন আপনিও।


LIC Policy Fact Check: দেশের জীবন বিমা থেকে শুরু করে আর্থিক সুরক্ষা যোজনায় বড় নাম LIC। এমনিতেই ভারতের বৃহত্তম জীবন বিমা কোম্পানি হিসাবে সুনাম রয়েছে এই কোম্পানির। অভিযোগ এই বিশ্বাসকে কাজে লাগাচ্ছে কোনও অসাধু চক্র। সম্প্রতি প্রতারকদের হাত থেকে গ্রাহকদের সচেতন করতে একটি ট্যুইট করেছে LIC।


LIC Alert: সামাজিক মাধ্যমে কী বার্তা LIC-র ?
দেশের বৃহত্তম বিমা কোম্পানি জানিয়েছে, কিছু সংবাদমাধ্যমে LIC-কে নিয়ে একটি ভুযো খবর প্রকাশিত হচ্ছে। মূলত, ডিজিটাল প্লাটফর্মে ঘুরে বেড়াচ্ছে এই খবর। যেখানে বলা হচ্ছে, দিনে ১২১ টাকা দিয়ে ২৫ বছর পর ২৭ লক্ষ টাকা দিচ্ছে ভারতীয় জীবন বিমা নিগম। কন্যাদান পলিসির (Kanyadan Policy)নামে প্রকাশিত হচ্ছে এই খবর। কোম্পানির তরফে জানানো হচ্ছে এই ধরনের নাম দিয়ে কোনও পলিসি চালাচ্ছে না LIC। কোম্পানির পলিসি সম্পর্কে জানতে https://licindia.in/-এ যোগাযোগ করতে বলেছে LIC।



LIC Policy ALert: এখন কী করা উচিত ?
কোনও ব্যক্তি কন্যাদান পলিসির নামে আপনার থেকে টাকা তুললে অবশ্যই তাঁর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে। সেক্ষেত্রে তিনি ভুয়ো LIC এজেন্ট কিনা তা আগে যাচাই করুন।পরবর্তীকালে আইন মেনে পদক্ষেপ গ্রহণ করুন। নিজের পাশাপাশি পরিচিতদেরও এই ভুয়ো খবর সম্পর্কে সতর্ক করুন। তবেই প্রতারকদের থেকে রক্ষা পাবেন গ্রাহকরা।


LIC IPO Update: সূত্রের খবর আগামী ১১ মার্চ LIC IPO শেয়ার বাজারে আনার পরিকল্পনা করছিল সরকার। প্রথম দিনে সুযোগ দেওয়া হত অ্যাঙ্কর ইনভেস্টারদের।  বাকি বিনিয়োগকারীদের জন্য ১১ মার্চের পরে খোলার কথা আইপিও-র।মিডিয়া রিপোর্ট বলছে, বুধবারই SEBI-র অনুমোদন পেয়েছে LIC আইপিও। আবেদনের ২২ দিনের মধ্যে কোম্পানিকে ছাড়পত্র দিয়েছে SEBI। তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ তথা বাজারের অস্থিরতার কারণে এখনই আসছে না এই আইপিও।


LIC IPO-র মাধ্যমে ৮ বিলিয়ন ডলার অর্থাৎ 65,400 কোটি টাকা তুলতে পারে সরকার। সূত্রের খবর, এলআইসি আইপিও প্রাইস ব্যান্ড প্রতি শেয়ার ২০০০ থেকে ২১০০ টাকা নির্ধারণ করা হতে পারে৷মনে করা হচ্ছে, ১.৫৮ কোটি শেয়ার কর্মীদের জন্য সংরক্ষিত রাখবে LIC। যা তাদের প্রতি শেয়ার 1890 টাকা হারে 10 শতাংশ ছাড়ে দেওয়া হবে। এ ছাড়াও পলিসি হোল্ডারদের জন্য ৩.১৬ কোটি শেয়ার ১০ শতাংশ ছাড় সহ ১৮৯০ টাকায় দেওয়া হবে৷