LIC IPO Update: মাঝে আর কয়েকদিনের অপেক্ষা। ৪ মে লঞ্চ হতে চলেছে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত বিমা কোম্পানি LIC-র IPO।  ৯ মে পর্যন্ত এই শেয়ার কেনার সুযোগ পাবেন বিনিয়োগকারীরা। জেনে নিন, কীভাবে কিনলে ছাড় পাবেন LIC-র শেয়ারে।


LIC IPO: কত দামে পাবেন শেয়ার ?
এলআইসি আইপিও-র মাধ্যমে সরকার ২১ হাজার কোটি টাকা বাজার থেকে তুলতে চাইছে। সেই ক্ষেত্রে প্রাইস ব্যান্ডটি ইক্যুইটি শেয়ার প্রতি ৯০২-৯৪৯ টাকা ধার্য করা হয়েছে। এলআইসি তার রেড হেরিং প্রসপেক্টাসেই দিয়েছে এই তথ্য। এই শেয়ারের দাম সাধারণ বিনিয়োগকারীদের জন্য ধরেছে কোম্পানি। তবে কোম্পানির পলিসিহোল্ডার, খুচরো বিনিয়োগকারী ও কর্মচারীরা ৬০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন৷ 


LIC IPO: পলিসিধারকদের জন্য ছাড়


LIC IPO-এর শেয়ার কেনার সময় LIC পলিসিধারকরা কিছুটা ছাড় পাবেন। অনেকের কাছেই এই ডিসকাউন্ট অফার আকর্ষণীয় মনে হতে পারে। SEBI-র তথ্য বলছে, LIC পলিসিধারকরা IPO-তে বিনিয়োগ করার সময় ৬০ টাকা ছাড় পাবেন৷ রেড হেরিং প্রসপেক্টাস (RHP) অনুসারে, আসন্ন এলআইসি আইপিও-র একটি উল্লেখযোগ্য অংশ ২২,১৩৭,৪৯২ ইকুইটি শেয়ার বা ইস্যুটির ১০ শতাংশ পর্যন্ত এলআইসি পলিসিধারকদের জন্য আলাদা রাখা হয়েছে। 


LIC IPO Update: পলিসি হোল্ডাররা কীভাবে এলআইসি আইপিও কিনবেন ?


১ ডিম্যাট অ্যাকাউন্ট খোলার পরে, ডিপির প্ল্যাটফর্মে আপনার প্রোফাইলে যান। এখানে ন্যাভিগেশন প্রক্রিয়া এক একটি কোম্পানির ক্ষেত্রে আলাদা হতে পারে। আপনি যে প্ল্যাটফর্মের মাধ্যমে ন্যাভিগেট করছেন তার আইপিও বিভাগটি দেখুন।


২ অপশনে ক্লিক করে এলআইসি আইপিও ট্যাবটি নির্বাচন করুন। যার পরে আপনি পলিসিহোল্ডার বিভাগটি সার্চ করুন। আপনার বিশদ বিবরণ লিখে বিড রেখে সাবমিট অপশনে ক্লিক করুন।


৩ এরপরে আপনি অংশগ্রহণকারী ব্যাঙ্কের কাছ থেকে একটি ম্যানডেট পাবেন৷ এই ম্যানডেট মানার পরে আপনার আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে। 


৪  একবার হয়ে গেলে, ‘apply now’ বোতামে ক্লিক করুন। তারপর ডিসকাউন্ট রেটে LIC IPO শেয়ার কেনার জন্য UPI বা অন্য কোনও অনলাইন পেমেন্ট বিকল্প ব্যবহার করে টাকা জমা দিন


আরও পড়ুন : LIC IPO: এলআইসি-র আইপিওতে বিনিয়োগ করবেন ? অবশ্যই জেনে নিন এই গুরুত্বপূর্ণ বিষয়