LIC Micro Bachat Insurance Policy: বেসরকারি একাধিক বিমা কোম্পানির ভিড়ে আজও LIC-র ওপর ভরসা রাখে দেশবাসী। রাষ্ট্রায়ত্ত এই কোম্পানিতে নিশ্চিত লাভের পাশাপাশি পাওয়া যায় সরকারের আর্থিক সুরক্ষা। ফলে নিত্যদিন বেড়েই চলেছে Life Insurance Corporation of India-র চাহিদা। দেশবাসীর এই চাহিদার কথা মাথায় রেখে এবার এক 
দারুণ পলিসি আনল LIC। জেনে নিন কী এই স্কিম ?    


LIC Micro Bachat Policy: কাদের জন্য এই পলিসি ?
আজ আমরা আপনাকে LIC-র এমন একটি নীতি সম্পর্কে বলতে যাচ্ছি, যা  অর্থনৈতিক দুর্বল শ্রেণির জন্য তৈরি করা হয়েছে। এই পলিসি বিনিয়োগকারীদের সুরক্ষা ও সঞ্চয় দুই বিষয়ের দিকে নজর রাখে। এলআইসি-র এই পলিসির নাম হল LIC Micro Bachat Policy.


LIC Micro Bachat Policy: এলআইসি মাইক্রো বচত বিমা যোজনার বিশেষ বৈশিষ্ট্য


এই পলিসিতে বিনিয়োগ করার জন্য আপনার বয়স 18 থেকে 55 বছরের মধ্যে হতে হবে।
এই স্কিমে বিনিয়োগ করার জন্য বিমা গ্রহীতাকে কোনও ধরনের ডাক্তারি পরীক্ষা করাতে হবে না।
বিমাকৃত ব্যক্তি যদি এই পলিসির পাঁচ বছরের মেয়াদ বেছে নেন, তাহলে এই অবস্থায় তিনি 2 বছরের অটো কভারের সুবিধাও পাবেন।
এই স্কিমে বিনিয়োগ করলে, বিনিয়োগকারী সর্বনিম্ন 50,000 টাকা ও সর্বাধিক 2 লক্ষ টাকা পাবেন৷
এই স্কিমের অধীনে, আপনি ঋণের সুবিধাও পাবেন। তবে, এই সুবিধাটি প্রিমিয়াম পেমেন্টের 3 বছর পরে পাওয়া যাবে।
আপনি এই স্কিমটি 10 ​​থেকে 15 বছরের জন্য নিতে পারবেন।
আপনি প্রতি মাসে, তিন মাস অন্তর, 6 মাস ও বছরের ভিত্তিতে এই স্কিমের প্রিমিয়াম দিতে পারেন।
এর সঙ্গে যদি ইচ্ছা হয়, পলিসিহোল্ডার এতে দুর্ঘটনাজনিত বিমার একটি পলিসিও যুক্ত করতে পারেন। মনে রাখবেন, এই দুর্ঘটনাজনিত নীতির জন্য আপনাকে আলাদা ফি দিতে হবে।


LIC Policy Update: পলিসি কিনতে ২৮ টাকা দিতে হবে


এটি লক্ষণীয় যে যদি একজন ব্যক্তি 18 বছর বয়সে 15 বছরের জন্য LIC মাইক্রো সেভিংস ইন্স্যুরেন্স প্ল্যান কেনেন, তাহলে তাকে প্রতি বছর প্রায় 10,080 টাকা জমা করতে হবে। প্রতি মাসের হিসাবে যা দাঁড়াবে 840 টাকা প্রিমিয়াম। একই সময়ে প্রতিদিনের হিসেব ধরলে আপনাকে প্রিমিয়াম দিতে হবে 28 টাকা। এর সঙ্গে, পলিসিটি কেনার পরে বন্ধ করতে চাইলে কেনার 15 দিনের মধ্যে এটি ফেরত দিতে পারেন।


আরও পড়ুন : LIC jeevan shiromani plan: কম সময়ে পান ১ কোটি , LIC আনল এই প্ল্যান