Share market Update: সোমবার খুলছে বাজার। কোন স্টকে নজর থাকবে আপনার, কীসে করবেন বিনিয়োগ ? জেনে নিন, বাজার নিয়ে আগাম কী বলছে ব্রোকারেজ হাউস সেন্ট্রাম ব্রোকিং।
Stock Market Update: সম্প্রতি অ্যানুয়াল রিপোর্ট বেরিয়েছে বেশ কয়েকটি কোম্পানির। সেই রিপোর্টের দিকে নজর থাকবে সবার। সেই রিপোর্ট অনুযায়ী মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, হিন্দালকো ইন্ডাস্ট্রিজ ও স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার শেয়ারের জন্য 'বাই' কল নেওয়ার পরামর্শ দিয়েছে সেন্ট্রাম ব্রোকিং।
Stock Market Update: মহিন্দ্রার রিপোর্ট বলছে, গ্রামীণ বিভাগে ট্র্যাক্টর বিক্রি কমেছে মহিন্দ্রার। যদিও অটো সেগমেন্টে উন্নতি দেখিয়েছে কোম্পানি। এর 'EBIT' মার্জিন 100 বেসিস পয়েন্ট বেড়ে ত্রৈমাসিকে 3.7 শতাংশ হয়েছে। সেই কারণে মহিন্দ্রার শেয়ার কেনার পরমর্শ দিয়েছে সেন্ট্রাম ব্রোকিং। কোম্পানির আশা, অটো সেগমেন্ট মধ্যমেয়াদে আরও বৃদ্ধি পাবে এই সংস্থা। রিপোর্ট বলছে, ফসলের ফলন ও বর্ষার উপর নির্ভর করে FY23-এ ট্র্যাক্টর বিভাগ উন্নতি দেখতে পারে মহিন্দ্রা। সেই ক্ষেত্রে ভবিষ্যতে আরও বৃদ্ধি দেখা যাবে কোম্পানিতে। শেযারের টার্গেট মূল্য ধরা হয়েছে 1,081 টাকা। প্রতি শেয়ারের বর্তমান মূল্য চলছে 850 টাকা।
Stock Market Update: একইভাবে হিন্দালকোর বর্তমান মূল্য 540 টাকার পরিবর্তে টার্গেট প্রাইস 641 টাকা ধরেছে সেন্ট্রাম ব্রোকিং। এই কোম্পানির শক্তিশালী ব্যালেন্স শিট ও সংস্থার দৃষ্টিভঙ্গি তার শেয়ারগুলিকে আরও ওপরে উঠতে সাহায্য করবে বলে মনে করছে এই ব্রোকিং সংস্থা। পাশাপাশি SAIL-এর জন্য বাই কল দিয়েছে সেন্ট্রাম। যার বর্তমান মূল্য 101 টাকা হলেও টার্গেট প্রাইস 200 টাকা ধরা হয়েছে। সংস্থার ধারণা, SAIL সম্প্রসারণের পরবর্তী পর্যায় FY24 থেকে শুরু করবে। সেখানে আরও মূলধন বিনিয়োগের পাশাপাশি ততদিনে ঋণ অনেকটাই কমিয়ে ফেলবে SAIL। অন্তত তেমনই আশা করছে ব্রোকারেজ সংস্থা।
তবে এরই মধ্যে বাজারের চিন্তা বাড়িয়েছে রাশিয়া-ইউক্রেনের সংঘাত। নতুন করে ২৮টি ব্যাঙ্কে ABG শিপইয়ার্ডের ২২,৮৪২ কোটি টাকার জালিয়াতি নিয়ে কপালে ভাঁজ পড়েছে বিনিয়োগকারীদের। সেই ক্ষেত্রে সোমবার ব্যাঙ্ক নিফটি পড়বে বলেই আশঙ্কা করছেন লগ্নিকারীরা।