SIP Investment Plan: অনেক সময় আমানতকারীরা সঠিক তথ্য ছাড়াই বাজারে বিনিয়োগ করে বসেন। পরবর্তীকালে যে কারণে ভুগতে হয় তাদের। সেজন্যই আমরা আপনাকে স্মার্ট অর্থ উপার্জনের পদ্ধতি বলছি। এতে আপনি কম বিনিয়োগে ১০ লাখ টাকার মালিক হতে পারবেন। আপনি যদি প্রতিদিন ১০ টাকা বিনিয়োগ করেন, তাহলে ভবিষ্যতে আপনি ১০ লাখ টাকার মালিক হবেন। এতে আপনার ৩০ বছর সময় লাগবে।


Mutual Fund Investment: এই স্কিমটি হল সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান অর্থাৎ এসআইপি। আপনি যদি কম ঝুঁকির সাথে কম বিনিয়োগে সর্বোচ্চ রিটার্ন পেতে চান তবে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান (SIP) হতে পারে একটি দুর্দান্ত বিনিয়োগ বিকল্প। এই প্ল্যানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনি আপনার প্রয়োজন অনুযায়ী এটি বেছে নিতে পারবেন।


Mutual Fund SIP আসলে কী ?


SIP-র মাধ্যমে আপনি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারবেন। এটি একটি ব্যাঙ্ক RD-র মতো কাজ করে। যাতে প্রতি মাসে ব্যাঙ্কে জমা হওয়া অর্থের কিছু অংশ এসআইপি-তে বিনিয়োগ করা হয়। এই বিনিয়োগের সুবিধা হল এটি ব্যাঙ্কের RD স্কিমের চেয়ে বেশি রিটার্ন দেয়। এতে আপনি বিনিয়োগের উপর সুদের চক্রবৃদ্ধি হারের সুবিধা পাবেন। জেনে নিন SIP-র প্রকারভেদ।


Mutual Fund দৈনিক SIP কী ?


আপনি যদি প্রতিদিন আপনার উপার্জনের কিছু অংশ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে চান, তাহলে দৈনিক এসআইপি আপনার জন্য একটি দুর্দান্ত বিকল্প। এটি ব্যবসায়ীদের জন্য খুবই উপকারী, কারণ চাহিদা অনুযায়ী এতে প্রতিদিন বিনিয়োগ করা যায়।


Mutual Fund সাপ্তাহিক SIP কী ?


ডেইলি এসআইপির মতো, মাসিক এসআইপি বিকল্প পাবেন। এতে আপনি সপ্তাহে চারবার বিনিয়োগ করতে পারেন। এই পরিকল্পনার সুবিধা হল আপনি ছোট বিনিয়োগে বড় সুবিধা পেতে পারেন। এই ধরনের বিনিয়োগে ঝুঁকিও কমে যায়।


Mutual Fund মাসিক SIP কী ?


বেতনভুক ব্যক্তিদের জন্য সেরা বিকল্প হল মাসিক এসআইপি। আপনার বেতন পাওয়ার পর আপনি SIP-তে একটি অংশ বিনিয়োগ করতে পারেন। এই বিনিয়োগ পদ্ধতি বেতনভুক ব্যক্তি ও ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য খুবই লাভজনক। এই তিন উপায়ে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী বিনিয়োগ করে আপনার এসআইপি পরিকল্পনা বেছে নিতে পারেন।