Penny Stock: বেশ কিছুদিন ধরেই চর্চার তুঙ্গে এই স্টকের নাম, বলা ভাল এই পেনিস্টকের (Multibagger Stocks) নাম। শ্রেষ্ঠা ফিনভেস্ট (Srestha Finvest)। লোকসভা নির্বাচনের ফলাফলের আবহে বাজার যখন বেশ উথাল-পাথাল, ভোলাটিলিটি ছিল তুঙ্গে, সেই সময় এই সস্তার শেয়ার প্রতিদিনই অল্প অল্প করে বেড়ে গিয়েছে। আর এখন এই স্টকের দাম একটি নতুন উচ্চতা তৈরি করেছে। আর তার পরেও এই শেয়ারের দাম ২ টাকারও কম এখন।


এক সপ্তাহেই বেড়েছে ২০ শতাংশ


শ্রেষ্ঠা ফিনভেস্ট লিমিটেডের শেয়ারের (Multibagger Stocks) দাম ১৪ জুন শুক্রবার এই সপ্তাহের শেষ ট্রেডিং দিনে ১.৮১ টাকায় বন্ধ হয়। সেদিন এই স্টকের দাম বেড়েছিল ৪.০২ শতাংশ। এর আগে সেদিন ট্রেডিং চলাকালীন এই শেয়ারের দাম ৫ শতাংশ আপার সার্কিটে ছিল, ১.৮৭ টাকার নতুন সর্বকালীন উচ্চতায় পৌঁছে যায় এই শেয়ার। আর বিগত ৫ দিনে এই শেয়ারের দাম এক লাফে ২০ শতাংশ বেড়ে গিয়েছে।


মাল্টিব্যাগার শেয়ারে পরিণত হবে শ্রেষ্ঠা ফিনভেস্ট


শ্রেষ্ঠা ফিনভেস্ট একটি ফিনান্সিয়াল সার্ভিসেস কোম্পানি যার স্টকের দাম গত ১ মাসের মধ্যে বেড়েছে ৫৫ শতাংশ। বিগত অর্থবর্ষের শেষে, এই স্টকের দাম (Multibagger Stocks) তাঁর ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তর ১ টাকায় নেমে এসেছিল। সেই স্তরের সঙ্গে তুলনা করলে এখন স্টকের দাম বেড়ে গিয়েছে ৮৭ শতাংশ। ফলে আর কিছুদিনের মধ্যেই যে এই শেয়ার মাল্টিব্যাগারে পরিণত হবে, সে কথা ধরে নেওয়া যায়।


১০৫ কোটির বাজার মূলধন এই সংস্থার


বাজার মূলধনের ভিত্তিতে, শ্রেষ্ঠা ফিনভেস্ট খুবই ছোট সংস্থা। এত বড় একটি র‍্যালির পর, সংস্থার বর্তমান বাজার মূলধন দাঁড়িয়েছে ১০৫ কোটি টাকায়। আর এখন যে র‍্যালি এসেছে শেয়ারের দামে তাঁর আসল কারণ হল রিনিউয়েবল এনার্জি সেগমেন্টে একটি নতুন ডিল স্বাক্ষর করেছে সংস্থা। আর এর মাধ্যমেই এই ফিনান্সিয়াল সার্ভিস সংস্থা নিজেদের লোন পোর্টফোলিওকে আরও বাড়াতে পারবে।


( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)


আরও পড়ুন: Adani Group: ধারাভি বস্তির জমি পাচ্ছে না আদানি গ্রুপ, সরকারকে দিতে হবে সব বাড়ি