Tata Group Stocks: টাটা গোষ্ঠীর স্টক বিনিয়োগকারীদের কাছে একটা ভরসার জায়গা বলা চলে। শুধু যে এই সংস্থার স্টকগুলির দাম বিপুল রিটার্ন এনে দেয় তা নয়, তাঁর সঙ্গে বিনিয়োগকারীদের বিপুল অঙ্কের ডিভিডেন্ডও দিয়ে থাকে। আর বিগত এক বছরে এমন একটি স্টক (Multibagger Stock) আছে যা কিনা মাল্টিব্যাগার রিটার্ন এনে দিয়েছে বিনিয়োগকারীদের। এই স্টকের নাম ট্রেন্ট লিমিটেড (Trent Limited)।


খুচরো বিক্রেতা সংস্থা এই ট্রেন্ট লিমিটেড ওয়েস্টসাইড, জুডিও এবং উসার মত ফ্যাশন স্টোরের মালিক। যৌথ উদ্যোগের মাধ্যমে এটি স্টার বাজার ও জারার মত রিটেল চেইনও পরিচালনা করে থাকে। গত এক বছরে এই ট্রেন্ট লিমিটেডের শেয়ার (Multibagger Stock) থেকে বিনিয়োগকারীরা ২০০ শতাংশ রিটার্ন পেয়েছেন। আবার ৩ বছরে এই সংস্থার স্টকেই এসেছে ৪০০ শতাংশ রিটার্ন। কিছুদিন আগেই এই সংস্থার স্টকের দাম পৌঁছেছিল এর ৫২ সপ্তাহের উচ্চতায়।


ট্রেন্ট সংস্থা ২০২৩-২৪ অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকে ৭১২ কোটি টাকা মুনাফা করেছে। একই ত্রৈমাসিকে গত অর্থবর্ষে এই সংস্থার নিট মুনাফা হয়েছিল ৫৫ কোটি টাকা। এর রিটার্নের উপর বুলিশ ইঙ্গিত দিচ্ছে বিভিন্ন ব্রোকারেজ ফার্ম। এক বছর আগেই ট্রেন্ট লিমিটেডের শেয়ারের (Multibagger Stock) দাম ছিল ১৪০৬ টাকা। এই সময় কেউ যদি এই শেয়ারে ১ লক্ষ টাকা বিনিয়োগ করতেন তাহলে আজকের দিনে তাঁর অ্যাকাউন্টে ৩ লাখ টাকারও বেশি থাকত। তিন মাসে এই সংস্থা ৪৩ শতাংশ রিটার্ন দিয়েছে। ট্রেন্টের এখনকার বাজার মুলধন ১,৫৯,৪৪০ কোটি টাকা।


সারা দেশে ট্রেন্টের অধীনে ২৩২টি ওয়েস্টসাইড এবং ৫৪৫টি জুডিও স্টোর রয়েছে। এই সংস্থার রেভিনিউ বছরে ৫১ শতাংশ (Multibagger Stock) বেড়ে দাঁড়িয়েছে ৩২৯৭.৭০ কোটি টাকা। মোতিলাল অসওয়াল ব্রোকারেজ ফার্ম এই সংস্থার স্টকে বুলিশ ইঙ্গিত দিয়েছে এবং ৪৮৭০ টাকার টার্গেট প্রাইস সেট করে কেনার কথা জানিয়েছে। এই ব্রোকারেজ ফার্মের মনে হয়, আগামী ৩ থেকে ৫ মাসের মধ্যেই ট্রেন্টের স্টকে ভাল র‍্যালি দেখা যাবে।


( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না। )


আরও পড়ুন: Best Stocks To Buy: মঙ্গলের বাজারে কোন স্টকগুলি চলতে পারে, এখানে রইল নাম