PNB Savings account interest rate: গ্রাহকদের জন্য বড় ধাক্কা ! আপনারও যদি পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে (Punjab National Bank)অ্যাকাউন্ট থাকে তাহলে আরও কম সুদ পাবেন আপনি। সেভিংস অ্যাকাউন্টে সুদ কমিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। 


PNB Interest Rate: ডিসেম্বরেও কমানো হয়েছিল সুদ


নতুন নিয়ম অনুসারে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক 3 ফেব্রুয়ারি থেকে নতুন সুদের হার কার্যকর করেছে। ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইটে এই তথ্য জানিয়েছে সংস্থা। 2021 সালের সেপ্টেম্বর থেকে এখনও পর্যন্ত 3 বার সুদের হার কমাল এই ব্যাঙ্ক। এর আগে ১ ডিসেম্বর সুদের হার কমিয়েছিল ব্যাঙ্ক (PNB)।


PNB Interest Rate: কত কমল সুদের হার 


ব্যাঙ্ক 10 লক্ষ টাকার কম সেভিংস অ্যাকাউন্ট ব্যালেন্সের জন্য বার্ষিক সুদের হার কমিয়ে 2.75 শতাংশ করেছে। পাশাপাশি 10 লাখ টাকার বেশি অ্যাকাউন্টের জন্য বার্ষিক সুদের হার 2.80 শতাংশে নামিয়ে আনা হয়েছে। আগে গ্রাহকদের সেভিংসের উপর 2.85 শতাংশ হারে সুদ দিত ব্যাঙ্ক।


কোন ব্যাঙ্ক দিচ্ছে বেশি সুদ


ব্যাঙ্ক জানিয়েছে, সংশোধিত সুদের হার ডমেস্টিক ও NRI উভয় সেভিংস অ্যাকাউন্টের জন্যই প্রযোজ্য হবে। সেভিংস অ্যাকাউন্টে সর্বোচ্চ সুদ প্রদানকারী ব্যাঙ্কের কথা বললে নাম আসে RBL-এর। বর্তমানে সেভিংস অ্যাকাউন্টে 4.25-6.25 শতাংশ হারে সুদ দিচ্ছে এই ব্যাঙ্ক। একই সময়ে, SBI 2.70 শতাংশ ও ব্যাঙ্ক অফ বরোদা 2.90 শতাংশ হারে সুদ দিচ্ছে।


অন্যান্য ব্যাঙ্কে সুদের হার কত ?
দেখে নিন অন্যান্য ব্যাঙ্কের রেট HDFC ব্যাঙ্ক - 3.00-3.50 শতাংশ, ICICI ব্যাঙ্ক - 3.00-3.50, পোস্ট অফিস - 4.00 শতাংশ, IDFC ফার্স্ট ব্যাঙ্ক - 4.00-5.00 শতাংশ, IndusInd ব্যাঙ্ক - 4.00-5.00 শতাংশ৷