Small Saving Scheme Interest Rate: নরেন্দ্র মোদির প্রধানমন্ত্রীত্বে এনডিএ সরকার এবার দেশবাসীর উদ্দেশে একটা বড় উপহার দিতে চলেছেন, এমনটাই শোনা যাচ্ছে। পিপিএফ অর্থাৎ পাবলিক প্রভিডেন্ট ফান্ড সহ সমস্ত ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের (Small Saving Scheme) সুদের হার বাড়াতে চলেছে কেন্দ্র সরকার। আগামী ২৮ জুন ২০২৪ তারিখে ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই সুদের হার পর্যালোচনা করবেন এবং জুলাই থেকে সেপ্টেম্বরের ত্রৈমাসিকে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে সুদের হার (PPF Interest Rate) বাড়াতে চলেছেন বলেই জানা গিয়েছে।


কেন্দ্র সরকার বাড়াবে সুদের হার !


কেন্দ্রীয় অর্থমন্ত্রকের ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ারস চলতি অর্থবর্ষে অর্থাৎ ২০২৪-২৫ অর্থবর্ষে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুদের হারে কোনও বদল আনেনি। একই রেখেছে সুদের হার। ২০২৩-২৪ অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকের মত একই সুদ (Small Saving Scheme) দেওয়া হয়েছে নতুন অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে। লোকসভা নির্বাচনের জন্য সারা দেশে সেই সময় কোড অফ কনডাক্ট জারি করা হয়েছিল। তবে এবার তৃতীয়বার দেশে কেন্দ্রীয় ক্ষমতায় ফিরে এলেন নরেন্দ্র মোদি। এই পরিসরে সরকার যে দেশবাসীদের কিছু উপহার দেবে, তা আশা করা যায়।


পিপিএফের বিনিয়োগকারীরা হতাশ


এই বছরের শুরুতেই জানুয়ারি মাসে কেন্দ্র সরকার সুকন্যা সমৃদ্ধি যোজনায় বিনিয়োগকারীদের একটা নববর্ষের উপহার দিয়েছেন। ২০২৩-২৪ অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকের জন্য সুকন্যা সমৃদ্ধি যোজনায় সুদের হার ৮ শতাংশ থেকে বেড়ে করা হয় ৮.২ শতাংশ। এমনকী ৩ বছরের আমানতে সুদের হার ৭ শতাংশ থেকে বাড়িয়ে ৭.১ শতাংশ করা হয়। তবে অন্য কোনও ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে সুদের হারে কোনও বদল আসেনি। এমনকী পাবলিক প্রভিডেন্ট ফান্ডের সুদের হারেও কোনও বদল আসেনি। ফলে বিনিয়োগকারীরা অনেকেই হতাশ হয়েছেন।


অন্য ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে সুদের হার বেড়েছে


২০২০-২১ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিক থেকেই একই রকম রাখা হয়েছে পাবলিক প্রভিডেন্ট ফান্ডে সুদের হার। সেই সময় থেকেই বিনিয়োগকারীরা এই পিপিএফে পাচ্ছেন ৭.১ শতাংশ সুদের হার। তবে অন্য সমস্ত ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলিতে সুদের হার বাড়িয়েছে কেন্দ্র। সেভিংস অ্যাকাউন্টে ৪ শতাংশ, ১ বছরের আমানতে ৬.৯ শতাংশ, ২ বছরের টার্ম ডিপোজিটে ৭ শতাংশ এবং ৫ বছরের আমানতে ৭.৫ শতাংশ সুদ দেওয়া হচ্ছে।


আরও পড়ুন: Post Office Scheme: ৩ লাখ বিনিয়োগে সুদই মিলবে ১.৩৫ লাখ ! পোস্ট অফিসের এই প্রকল্পে নিশ্চিত আয়