Share Market Update: বিশ্ববাজারে আতঙ্কের মাঝেই ঘুরে দাঁড়াল ভারতের শেয়ার বাজার। শুক্রবার সপ্তাহ শেষের বাজারে গতি দেখাল বুলসরা। গ্যাপ আপ ওপেনিংয়ের সঙ্গে সঙ্গে শুরুতেই লাফ দিল নিফটি , সেনসেক্স।
Stock Market Update: আজ বাজারের শুরু
আজ সবুজে থেকেই ট্রেড শুরু হয়েছে বাজারে। সেনসেক্স 418.97 পয়েন্ট বা 0.77 শতাংশ বৃদ্ধি পেয়ে 54,671.50-তে খুলেছে। সেখানে নিফটি 126.45 পয়েন্ট বা 0.78 শতাংশ বেড়ে 16,296.60-তে খুলেছে।
Stock Market Opening: প্রথম মিনিটেই গতি দেখিয়েছে সেনসেক্স-নিফটি
এদিন বাজার খোলার এক মিনিটের মধ্যে সেনসেক্স 465.34 পয়েন্ট বা 0.86 শতাংশ লাফের পরে 54,717.87-এর মাত্রা ছুঁয়েছে।54700 এর স্তর স্পর্শ করেছে সেনসেক্স। একই সময়ে 155.85 পয়েন্ট অর্থাৎ 0.96 শতাংশ লাফের পর নিফটি 16,326 এর স্তরে গেছে।
Stock Market Update: নিফটির অবস্থা
এদিন সকালে 50টি নিফটি স্টকের মধ্যে 41 টি সবুজে ট্রেড করেছে। 9 টি স্টক রেড মার্কিংয়ে ছিল। এছাড়াও আজ ব্যাঙ্ক নিফটি এক শতাংশের বেশি ওপরে ট্রেড শুরু করেছে। 362 পয়েন্ট বেড়ে 35,457 এর স্তরে লেনদেন করছে ব্যাঙ্ক নিফটি। ব্যাঙ্ক নিফটির 12 টির মধ্যে 11
টি স্টক দারুণ গতি দেখাচ্ছে।
Stock Market Opening: আজ যে স্টকগুলি বেড়েছে
আজ আইটি প্যাকের দুর্দান্ত বৃদ্ধি দেখেছে বাজার। নিফটির সেরা 5 লাভবান স্টকের দিকে তাকালে দেখা যাবে, এর মধ্যে 3 টি স্টক আইটির। টেক মাহিন্দ্রা 2.58 শতাংশ ও এইচসিএল টেক 2.50 শতাংশ বেড়েছে। বাজাজ ফিনসার্ভ 2.38 শতাংশ উপরে ইনফোসিস 2.30 শতাংশ ও ইন্ডাস ইন্ড ব্যাঙ্ক 2.27 শতাংশ বেড়েছে।
Stock Market Update: আজকের টপ লুজার্স
ওএনজিসি 2.57 শতাংশ, অ্যাপোলো হাসপাতাল 1.70 শতাংশ নিচে ট্রেড করছে। বাজার শুরু পর এনটিপিসি 1.17 শতাংশ ও পাওয়ার গ্রিড 0.97 শতাংশ নিচে রয়েছে। ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজেও 0.81 শতাংশের দুর্বলতা দেখা যাচ্ছে।
আরও পড়ুন : Post Office Update: পোস্ট অফিস থেকে করা যাবে NEFT, RTGS,কত চার্জ লাগবে জানেন ?