Stock Market Today: এপ্রিলের প্রথম সপ্তাহেই ১৮,০০০ ছুঁতে পারে নিফটির সূচক। বাজার বিশেষজ্ঞরা মনে করছেন, বিশ্বের ভূ-রাজনৈতিক পরিস্থিতি এখন ততটা প্রভাব ফেলবে না ভারতীয় শেয়ার বাজারে (Share Market)। সেই ক্ষেত্রে বড় পতন হলেও এই দুই পয়েন্ট থেকে ফের উঠবে সূচক।
Share Market Today: কোথা থেকে ঘুরে দাঁড়াতে পারে নিফটি ?
গত সপ্তাহে গুরুত্বপূর্ণ ১৭,০০০ সূচককে সম্মান জানিয়েছে নিফটি। সাপ্তাহিক রিপোর্ট বলছে, অনবরত বুলিশ ক্যান্ডেল তৈরি করেছে বাজার। গত সপ্তাহে ১৭,৬০০-র সীমা অতিক্রম করে নতুন লেভেল তৈরি করেছে সূচক। যেখানে দৈনিক চার্টেও বুলিশ ক্যান্ডেল তৈরি হয়েছে। যা বলে দিচ্ছে, শীঘ্রই ১৮,০০০-এর সীমা অতিক্রম করবে নিফটি। তবে সেই ক্ষেত্রে বাজার পড়লেও ১৭,৩০০ বা ১৭,০০০ হবে নিফটির গুরুত্বপূর্ণ সাপোর্ট। এখান থেকে ফের ঘুরে দাঁড়াতে পারে বাজারের বুলসরা।
Stock Market Update: কী বলছেন বাজার বিশেষজ্ঞরা ?
বাজার প্রসঙ্গে HDFC সিকিউরিটিজের নাগরাজ শেঠি বলছেন, " একের পর এক বাধা অতিক্রম করে এখন থিতু হয়েছে ভারতের শেয়ার বাজার।এখন কেবল আপসাইড ব্রেকআউট দেখার অপেক্ষা করছেন বিনিয়োগকারীরা। সেই ক্ষেত্রে ওভারহেড রেজিস্ট্যান্স হতে পারে ১৭,৭৯৫ পয়েন্ট। শীঘ্রই এই পয়েন্ট পরীক্ষা করবে নিফটির বুলসরা। গত সপ্তাহের বিরতির পরে সাপ্তাহিক চার্ট (লং বুল ক্যান্ডেলের গঠন) অনুসারে নিফটিতে শার্প মুভমেন্টে দেখা যাবে এই সপ্তাহে।''
Stock Market Today: পতন হলে কতদূর নামবে সূচক ?
HDFC সিকিউরিটিজের বিশ্লেষকদের মতে, নিফটি এপ্রিলের প্রথম সপ্তাহে মধ্যে 17,800-18,000 স্তরের দিকে এগিয়ে যাবে। আশা করা হচ্ছে, এতে ছোটখাট সংশোধন হলেও 17,550 পয়েন্টে শক্তিশালী সাপোর্ট নেবে সূচক। এখান থেকেই ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা বেশি।এই সপ্তাহ থেকেই শুরু হয়ে যাবে বিভিন্ন কোম্পানির ত্রৈমাসিকের ফল ঘোষণা। সেই ক্ষেত্রে কোম্পানির মুনাফার ওপর অনেকটাই নির্ভর করবে বাজার।সেই ক্ষেত্রে বেশিরভাগ কোম্পানির ফল ভাল হলে স্টকের পাশাপাশি উঠবে সূচক। বিপরীত কিছু দেখা যেতে পারে কোম্পানিগুলির ত্রৈমাসিকের রেজাল্ট
খারাপ হলে।
আরও পড়ুন : Share Market Today: আজ এই ৫ বিষয়ের ওপর নির্ভর করবে বাজার, না জানলে আপনার লোকসান