Tata Elxsi Update:অস্থির বাজারেও সর্বকালের সেরা উচ্চতা ছুঁয়েছে Tata Elxsi স্টক। একটি খবরকে ঘিরে তৈরি হয়েছে এই গতি। শোনা যাচ্ছে, MSCI তার স্ট্যান্ডার্ড সূচকে এই শেয়ারকে অন্তর্ভুক্ত করতে পারে। 


Share Market Update:এডেলওয়েইস অল্টারনেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ রিসার্চ তার সর্বশেষ প্রতিবেদনে বলেছে, MSCI তার স্ট্যান্ডার্ড সূচকে পাঁচটি স্টক যোগ করতে পারে। সরিয়ে দিতে পারে দুটি স্টক। টাটা এলক্সি, জিন্দাল স্টিল অ্যান্ড পাওয়ার, ভোল্টাস, বরুণ বেভারেজ ও অ্যাস্ট্রালের MSCI স্ট্যান্ডার্ড সূচকে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে, ইন্দ্রপ্রস্থ গ্যাস ও এমআরএফ (ভারত) বাদ দেওয়া হতে পারে এই সূচক থেকে। অন্তত তেমনই বলছে এডেলউইস। সেই কারণে ৫২ সপ্তাহের উচ্চতার সীমা ছাড়িয়ে গিয়ে নতুন রেকর্ড করেছে এই স্টক।


Stock Market Today: টাটার এই স্টকে সবার নজর
এদনিও নিফটির বাজি ছিল টাটাএলেক্সি  (Tata Elxsi)। সকাল থেকেই গতি বাড়ায় টাটা এলএক্সির বুলসরা। সেই অনুযায়ী ৭.০৮   শতাংশ বেড়ে থামে এই স্টক। এই নিয়ে টানা দুদিন দুর্দান্ত পারফরম্যান্স দেখায় এই স্টক। সকালে ৮৪৬৫-তে খোলে এই স্টক (Tata Elxsi Ltd)। দিনের শেষে যা ৯০৩৫.৫০ পয়সায় দৌড় থামায়। মনে করা হচ্ছে, মঙ্গলবারও এই গতি জারি থাকবে এই স্টকে।


Share Market Update: এদিন বাজারের সেরা 
সোমবার বাজারের সেরা জায়গায় ছিল আইনক্স। দিনের শেষে ১১.৩২ শতাংশ দেয় এই স্টক। বাজার বন্ধ হওয়ার সময় স্টকের দাম ছিল ৫২২.৮৫ টাকা। মূলত, আইনক্স আর পিভিআর-এর গাঁটছড়ার ফলেই এই দাম উঠেছে স্টকের। তবে এই দুই স্কটের পাশাপাশি বাজার ধরে রেথেছিল আদানি উইলমার। ব্রেকআউটের পর আর নামার নাম নিচ্ছে না এই স্টক। এদিন দিনের শেষে ৯.৯৬ শতাংশ বাড়ে এই শেয়ার।দাম দাঁড়ায় ৪৬১ টাকা।


Share Market Update: কেমন ছিল বাজার ?
সোমবার সকাল থেকে সেভাবে সাড়া দেয়নি বাজার। মাঝে বেশ কয়েকবার নিফটির সূচক সবুজে গেলেও ফের তা লালে ফিরে আসে। যদিও দিনের শেষে 17222.00 পয়েন্টে 0.40 % বেড়ে থমকায় নিফটি। 57593.49 পয়েন্ট বেড়ে সবুজে দৌড় থামায় সেনসেক্সের বুলসরা। যদিও এই বাজার সাধারণ বিনিয়োগকারীদের মনে সেভাবে প্রভাব ফেলতে পারেনি। শেষে অবশ্য লাফিয়ে বেড়েছে কিছু স্টক।