Dividend Stocks: টাটা গোষ্ঠীর চতুর্থ ত্রৈমাসিকের ফলাফল প্রকাশ পেয়েছে কিছুদিন আগেই। আর এই ত্রৈমাসিকের ফলাফলে বিপুল মুনাফা করেছে টাটা মোটরস (Tata Motors)। কর বাদে টাটা মোটরসের মুনাফার অঙ্ক বিগত অর্থবর্ষের থেকে অনেকটাই বেড়ে গিয়েছে। ২০২২-২৩ অর্থবর্ষে জানুয়ারি থেকে মার্চ ত্রৈমাসিকে যেখানে সংস্থার মুনাফা (Dividend Stocks) ছিল ১২,০৩৩ টাকা, ২০২৩-২৪ অর্থবর্ষে চতুর্থ ত্রৈমাসিকে এই সংস্থার মুনাফা বেড়ে হয় ১৭,৫২৯ কোটি টাকা। অর্থাৎ এই মুনাফার পরিমাণ প্রায় ৪৬ শতাংশ বেড়ে গিয়েছে। আর তাই এই বর্ধিত মুনাফার কথা মাথায় রেখেই এবার শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে সংস্থা।


টাটা মোটরসের বোর্ড অফ মেম্বারদের সভায় সিদ্ধান্ত হয়েছে সংস্থার পক্ষ থেকে ৬ টাকা প্রতি শেয়ারের হিসেবে ডিভিডেন্ড দেওয়া হবে। বার্ষিক সাধারণ সভায় এও ঠিক হয়েছে যে, আগামী ২৮ জুন শেয়ারহোল্ডারদের এই ডিভিডেন্ড (Dividend Stocks) দেওয়া হবে। সংস্থার বর্তমান রেভিনিউর পরিমাণ ১,১৯,৯৮৬ কোটি টাকা যা কিনা ১৩.৩ শতাংশ বেড়েছে আগের অর্থবর্ষের একই ত্রৈমাসিকের তুলনায়।


টাটা মোটরসের যাত্রীবাহী গাড়ি বিক্রির পরিমাণ ২০২৪ সালের শুরু থেকে ৪.২ মিলিয়নে দাঁড়িয়েছে। এই বছর SUV-র বিক্রি অনেকটাই বেড়ে গিয়েছে। হোলসেল গাড়ির বিক্রি বেড়েছে সংস্থার ৬ শতাংশ, ২০২৩-২৪ অর্থবর্ষে খুচরো গাড়ির বিক্রিও বেড়ে গিয়েছে ১০ শতাংশ। এই বছর সংস্থার পোর্টফোলিওর ২৯ শতাংশ স্থান জুড়ে আছে সিএনজি ও বৈদ্যুতিন গাড়ি।


সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, তিন ধরনের গাড়ির (Dividend Stocks) ব্যবসাতেই প্রভূত মুনাফা করেছে টাটা মোটরস। চতুর্থ ত্রৈমাসিকে এই সংস্থার EBITDA ২৬.৬ শতাংশ বেড়েছে। কর সহ মুনাফার অঙ্ক ছিল সংস্থার ৯৫০০ কোটি টাকা। EBITDA আগের বছর যেখানে ছিল ১১০০০ টাকা, সেখানে তা বেড়ে হয়েছে ১৭৯০০ টাকা।  


( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না। )


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: Dividend Stock: আগামী সপ্তাহে টিসিএস, কোফোর্জ ছাড়াও রয়েছে অনেকের ডিভিডেন্ড ডেট, এখানে রইল তালিকা