TCS Q4 Result: দেশের সবথেকে বড় আইটি সংস্থা টিসিএসের চতুর্থ ত্রৈমাসিকের ফলাফল প্রকাশ পেয়েছে। ২০২৩-২৪ অর্থবর্ষের জানুয়ারি থেকে মার্চ এই সময়ের মধ্যে দেখা গিয়েছে টিসিএসের (TCS Dividend) নেট প্রফিট ৯ শতাংশ বেড়ে হয়েছে ১৪,৪৩৪ কোটি টাকা। এর আগে ২০২২-২৩ অর্থবর্ষের একই ত্রৈমাসিকে এই প্রফিটের (TCS Q4 Result) অঙ্ক ছিল ১১,৩৯২ কোটি টাকা। আর একইসঙ্গে এই মুনাফা বৃদ্ধির ঘোষণার পাশাপাশি ২৮ টাকা প্রতি শেয়ারে ডিভিডেন্ডও ঘোষণা করেছে টিসিএস।


বিশাল অঙ্কের চুক্তি হয়েছে টিসিএসের


টাটা কনসাল্টেন্সি সার্ভিসেস তাঁর চতুর্থ ত্রৈমাসিকের ফল প্রকাশের পর জানিয়েছে, এই ত্রৈমাসিকে তাঁদের অপারেশনস থেকে রেভিনিউ এসেছে ৬১,৩২৭ কোটি টাকা যা কিনা আগের থেকে ৩.৫ শতাংশ বেড়েছে। এছাড়া এই ত্রৈমাসিকে ১৩.২ বিলিয়ন ডলারের চুক্তিও করেছে টিসিএস (TCS Dividend)। আর এর মাধ্যমে টিসিএসের মোট কনট্র্যাক্ট ভ্যালু দাঁড়িয়েছে ৪২.৭ বিলিয়ন ডলার। টিসিএসের সিইও ও এমডি এম কৃত্তিবাসন জানিয়েছেন যে ২০২৩-২৪ সালের সবথেকে বেশি উচ্চতায় (TCS Q4 Result) তাঁদের অর্ডার বুক এবার বন্ধ হয়েছে চতুর্থ ত্রৈমাসিকে। অপারেটিং মার্জিন বেড়েছে ২৬ শতাংশ। এর ফলে বোঝাই যায় তাঁদের বিজনেস মডেল এবং তাঁদের কাজের দক্ষতা আবারও প্রমাণিত হয়েছে।


বেতন বাড়িয়েছে টিসিএস


এই বছর টিসিএস কর্তৃপক্ষ তাঁদের কর্মীদের বেতন বাড়ানোর আশ্বাসও দিয়েছেন। দুই অঙ্কের বেতন বৃদ্ধি হবে টিসিএসে। জানুয়ারি মার্চ ত্রৈমাসিকে বহু কর্মী ছেড়ে গিয়েছেন এই সংস্থা। অ্যাট্রিশন রেট ১৩.৩ শতাংশ থেকে কমে হয়েছে ১২.৫ শতাংশ। এখন এই সংস্থায় সারা দেশজুড়ে মোট ৬০১,৫৪৬ জন কর্মী কাজ করেন, যাদের মধ্যে ৩৫.৬ শতাংশই মহিলা।


ডিভিডেন্ড ঘোষণা টিসিএসের


২৯তম বার্ষিক সাধারণ সভায় টিসিএসের বোর্ড অফ মেম্বারদের পক্ষ থেকে বিগত অর্থবর্ষের জন্য ২৮ টাকা প্রতি শেয়ার হারে অন্তিম ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। ২০০৪ সালের অক্টোবর মাস থেকে আজ পর্যন্ত ৮৩ বার ডিভিডেন্ড দিয়েছে এই টিসিএস সংস্থা (TCS Q4 Result)। গত এক বছরে শীর্ষস্থানীয় আইটি সংস্থা মোট ৬৯ টাকা প্রতি শেয়ারে ডিভিডেন্ড ঘোষণা করেছে। টিসিএসের ডিভিডেন্ড ইল্ড ১.৭৭ শতাংশ। এর আগে জানুয়ারি মাসের ১৯ তারিখ ছিল এক্স ডিভিডেন্ড ডেট, ১৮ টাকা প্রতি ইকুইটি শেয়ারে স্পেশাল ডিভিডেন্ড এবং অন্তর্বর্তীকালীন ডিভিডেন্ড হিসেবে ৯ টাকা প্রতি শেয়ারে ডিভিডেন্ড দিয়েছিল এই সংস্থা।


আরও পড়ুন: Multibagger Stock: ৪ বছরে ১০ গুণ বেড়েছে শেয়ারের দাম, বিপুল মুনাফা দিয়েছে এই পেনিস্টক