স্টক মার্কেটের আপডেট জানুন এবিপি লাইভ বিজনেসে। এখানে আপনি জানতে পারবেন সংশ্লিষ্ট দিনে শেয়ার মার্কেটে ভাল করছে কোন শেয়ারটা। মার্কেটে সবথেকে লাভবানের তালিকায় কারা রয়েছে সেটা সবার আগে জানা যাবে এখানে। অনেক শেয়ারই সেনসেক্স, নিফটিতে লাভ করে। মাত্র একটা ক্লিকেই জেনে নিন স্টক মার্কেটে টপ গেনার কারা রয়েছে। এখানে দেখা যাবে টপ গেইনারের তালিকা। ক্লোজিং প্রাইসের তুলনায় শতাংশের বিচারে কোন শেয়ারগুলি সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে তা নিয়েই তৈরি হয় টপ গেনারের তালিকা। টপ গেনারদের শেয়ার এবং শতাংশের হার বৃদ্ধি জেনে নিন এখানে।

Final Top Gainers Today: June 14, 2022

SN.Scheme NameScheme CategoryCurrent NAV
1Edelweiss Balanced Advantage Fund - GrowthGROWTH33.53
2Motilal Oswal Nifty 200 Momentum 30 ETFMONEY MARKET168.7058
3Motilal Oswal Nifty 200 Momentum 30 Index Fund-Direct PlanMONEY MARKET8.3058
4Motilal Oswal Nifty 200 Momentum 30 Index Fund-Regular PlanMONEY MARKET8.2873
5UTI Nifty 200 Momentum 30 Index Fund - Direct Plan - Growth OptionMONEY MARKET11.3937
6UTI Nifty 200 Momentum 30 Index Fund - Regular Plan - Growth OptionMONEY MARKET11.32
7quant Quantamental Fund - Growth Option - Direct PlanEQUITY11.2085
8quant Quantamental Fund - Growth Option - Regular PlanEQUITY10.9816
9quant Quantamental Fund - IDCW Option - Direct PlanEQUITY11.2135
10quant Quantamental Fund - IDCW Option - Regular PlanEQUITY10.9885

টপ গেনারের তালিকায় রয়েছে- ক্লোজিং প্রাইসের তুলনায় শতাংশের বিচারে কোন শেয়ারগুলি সর্বোচ্চ লাভ করেছে তার হিসাব। এই তালিকায় থাকে- স্টকের বর্ধিত দাম, সাম্প্রতিক ট্রেডিং মরসুমে স্টকের ক্লোজিং প্রাইস, এই মুহূর্তে স্টকের মূল্য অনুযায়ী শতাংশের ভিন্নতা প্রভৃতি। এখানে আপনি জানতে পারবেন - শেয়ারের সর্বোচ্চ দাম, কম দাম, কারেন্ট ক্লোজিং প্রাইস, লাস্ট ক্লোজিং

 

সবথেকে লাভবান কারা ?

ব্যবসার দিনে যখন সিকিউরিটি প্রাইস কমে যায়, তখন সেটাকে পতন হিসেবে ধরা হয়। যেসব শেয়ার স্টক মার্কেটে পতনের মুখে পড়ে, তারা লুজারের তালিকায় ঢুকে যায়। যেসব শেয়ার বেশি ক্ষতির মুখ দেখে, তারা টপ লুজারের তালিকাভুক্ত হয়। স্টক মার্কেট সূচক যখন হ্রাস পায়,
তখন বাজারে লুজারের সংখ্যা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে।

আরও পড়ুন: টপ গেনার নেট অ্যাসেট ভ্যালু