Share Market: বুধবারেও জারি থাকল অস্থিরতা। দশা বদলে দিশা দেখাল না বাজার। এদিন বাজার পতনের সঙ্গে খুললেও দ্রুত সবুজে বদলে যায় সূচকগুলি। যদিও বেলা ১০টার মধ্যে ফের লালে চলে আসে নিফটি। সকাল থেকেই সাইডওয়াইজ চলছে বাজার। 


Stock Market Opening: কততে খোলে বাজার ?


আজ বাজার লালে খুললেও দ্রুত কেনাকাটি শুরু হয়ে যায়। ফলে কিছুক্ষণের মধ্যেই সবুজে ফিরে আসে মার্কেট। আমরা যদি বাজার খোলার স্তরের দিকে তাকাই, সেখানে নিফটি 2.85 পয়েন্ট বা 0.018 শতাংশের পতনের সাথে 15,729.25-তে খুলেছে। অন্যদিকে, সেনসেক্স 43.16 পয়েন্ট বা 0.082 শতাংশের পতন সহ 52,650.41 পয়েন্টে যাত্রা শুরু করেছে।


Share Market: প্রি-ওপেনে মার্কেট মুভমেন্ট
আজকের ট্রেডে প্রি-ওপেনে বাজার পতনের সঙ্গে শুরু করেছে। NSE এর নিফটি 148.60 পয়েন্ট কমে 15583 স্তরে লেনদেন করছিল। একই সময়ে বিএসই সেনসেক্স 599.88 পয়েন্ট বা 1.14 শতাংশের লাফ দিয়ে 53293 পয়েন্টে লেনদেন করেছে।


Stock Market Opening: নিফটির খবর কী ?


আজকের লেনদেনে নিফটির 50 টির মধ্যে 24 টি স্টক বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি 26টি শেয়ার লালে লেনদেন করতে দেখা যাচ্ছে। আজ ব্যাঙ্ক নিফটি 33.85 পয়েন্ট বা 0.10 শতাংশ লাভের সাথে 33345 পয়েন্টে ট্রেডিং করছে।


Share Market: সেক্টর ওয়াইজ মার্কেট 


আমরা যদি আজকের বাজারের ট্রেডের দিকে তাকাই তাহলে মেটাল ও এফএমসিজি বাদে অন্যান্য সব সেক্টরাল সূচক বাড়ছে। বিশ্ব বাজারের উদ্বেগের কারণে মেটাল স্টকে পতন ঘটেছে। এফএমসিজির স্থানটিও বেশ দুর্বল।


Stock Market Opening: আজকের স্টকে বৃদ্ধি
নিফটিতে আজকের রাইজিং স্টকগুলির দিকে তাকালে এম অ্যান্ড এম 1.52 শতাংশ উপরে ট্রেড করছে। বাজাজ ফিনসার্ভ ও টাটা মোটরস উভয়ের শেয়ার 1.35 শতাংশ লাফিয়ে ট্রেড করছে। টাটা বেড়ে 1.05 শতাংশ ও বাজাজ ফাইন্যান্স 1.03 শতাংশ লাভ অব্যাহত রেখেছে।


Stock Market Opening: আজকের শেয়ারে পতন
আজ নিফটির পতনশীল শেয়ারের দিকে তাকালে রিলায়েন্স 1.36 শতাংশ ও এইচডিএফসি 0.70 শতাংশ হ্রাস পেয়েছে। এইচইউএল ও বিপিসিএল 0.59 শতাংশ নিচে।
0.57 শতাংশের দুর্বলতা নিয়ে কোল ইন্ডিয়া ট্রেড করছে।


আরও পড়ুন : Agneepath Scheme: ৪ বছরের চাকরি, ৬.৯ লক্ষ টাকা বেতন, সেনাবাহিনীতে নিয়োগের নতুন স্কিম আনল সরকার