Fuel Price:  পেট্রোল আর ডিজেলের দাম প্রতিদিনই ওঠানামা করে। দেশের বিভিন্ন শহরে এই জ্বালানি তেলের দামে পার্থক্য লক্ষ্য করা যায়। মালবাহী চার্জ, স্থানীয় কর, ভ্যাট ইত্যাদির উপর নির্ভর করে পেট্রোল বা ডিজেলের দাম স্থির হয়। কোথাও দাম বাড়ে, কোথাও দাম কমে। বেশ কিছুদিন ধরেই কলকাতায় কোনও হেরফের নেই পেট্রোল-ডিজেলের দামে (Petrol Diesel Price)। তবে অন্যান্য রাজ্যে কিংবা অন্যান্য শহরে মাসের শুরুতেই দাম বেড়েছিল কোথাও, কোথাও আবার দাম কমতেও দেখা গিয়েছে। প্রতিদিন ভোর ৬ টায় তেল বিপণনকারী সংস্থাগুলি অপরিশোধিত তেলের দাম বিচার করে সেদিনের জ্বালানি তেলের দাম নির্ধারণ করে।


গত ২ ফেব্রুয়ারি বিশ্বের বাজারে অপরিশোধিত তেলের দাম ২ শতাংশ কমেছিল। কিন্তু তারপরেও শহরে দাম কমেনি তেলের। বেশ কিছু শহরে দাম আবার বেড়েও গিয়েছিল।


কলকাতায় কত হল পেট্রোল-ডিজেলের দাম ?


কলকাতায় সোমবারের বাজারে দামে (Petrol Diesel Price) হেরফের ঘটেনি কোনও। পেট্রোলের দাম লিটার প্রতি ১০৬.০৩ টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটারে ৯২.৭৬ টাকা।


অন্য মহানগরে কত দাম জ্বালানি তেলের ?



  • দিল্লিতে পেট্রোলের লিটার প্রতি দাম ৯৬.৭২ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৯.৬২ টাকা।

  • চেন্নাইয়ে পেট্রোলের লিটার প্রতি দাম ১০২.৬৩ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯৪. ২৪ টাকা।

  • মুম্বইয়ে পেট্রোলের লিটার প্রতি দাম ১০৬.৩১ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯৪. ৩৩ টাকা।

  • বেঙ্গালুরুতে জ্বালানি তেলের দাম কিছুটা হলেও কম। পেট্রোলের লিটার প্রতি দাম এখানে ১০১.৯৪ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৭. ৮৯ টাকা।

  • কিন্তু হায়দরাবাদে আবার পেট্রোলের দাম বেশ চড়া। এখানে প্রতি লিটারে পেট্রোলের দাম ১০৯.৬৬ টাকা এবং ডিজেলের দাম ৯৭.৮২ টাকা।


দাম বেড়েছে কোন কোন শহরে ?


মাসের শুরুতেই ভারতের বেশ কিছু শহরে দাম (Petrol Diesel Price) খানিক বাড়তে দেখা গিয়েছে পেট্রোল ও ডিজেলের।



  • আগ্রায় ৩৩ পয়সা বেড়ে পেট্রোলের লিটার প্রতি দাম ৯৬.৬৩ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৩৩ পয়সা বেড়ে ৮৯.৮০ টাকা।

  • বিহারে ৮ পয়সা বেড়ে পেট্রোলের লিটার প্রতি দাম ১০৯.২৩ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮ পয়সা বেড়ে ৯৫.৮৮ টাকা।


অন্যদিকে অসম এবং আজমিরে ২ ফেব্রুয়ারি পেট্রোল ও ডিজেলের দাম অনেকটাই কমে গিয়েছিল। আগামীতে নির্বাচনের আবহে দাম কমার ইঙ্গিত থাকলেও, ঠিক কবে সস্তা হবে জ্বালানি তেল তা স্পষ্ট নয়।


আরও পড়ুন: Adani Group: দেশের সবচেয়ে বড় কপার প্ল্যান্ট খুলবে আদানি গ্রুপ, উৎপাদন হবে ১০ লক্ষ টন