Petrol Diesel Price: আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে ব্যাপক পতন এলেও দেশের সাধারণ মানুষের এখনও চড়া দামের পেট্রোল ডিজেলের থেকে (Petrol Diesel Price) নিষ্কৃতি মেলেনি। কিন্তু এই ৫ বছরে কেন্দ্র ও রাজ্য সরকার শুধুমাত্র পেট্রোল ডিজেলে ট্যাক্স আদায় করেই কোষাগার ভরিয়ে ফেলেছে। সংসদে বৈঠক চলাকালীন এক প্রশ্নের উত্তরেই এই তথ্য উঠে এসেছে সম্প্রতি। ২০১৯-২০ অর্থবর্ষ থেকে ২০২৪-২৫ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিক পর্যন্ত কেন্দ্র ও রাজ্য সরকার ৩৬.৫৮ লক্ষ কোটি টাকা (Tax on Petrol Diesel) আদায় করেছে পেট্রোল ও ডিজেলের দামে অন্তর্ভুক্ত ট্যাক্স থেকে।


৫ বছরে প্রায় ৩৭ লক্ষ কোটি আদায় সরকারের


সংসদে প্রশ্নপর্ব চলাকালীন কংগ্রেসের সাংসদ রাজদীপ সিং সুর্যেওয়ালা পেট্রোলিয়াম মন্ত্রকের কাছে প্রশ্ন রাখেন যে পেট্রোল ডিজেলের দামে কেন্দ্রীয় আবগারি কর, অন্য কর এবং সেস বসিয়ে ২০১৯ সালের মে মাস থেকে ঠিক কত টাকা আয় হয়েছে সরকারের, আর এই প্রশ্নের উত্তরেই জানা যায় এই তথ্য। বিগত ৫ বছরে শুধু পেট্রোল ডিজেলের ট্যাক্স থেকেই কেন্দ্র ও রাজ্যের মোট আয় হয়েছে ৩৬.৫৮ লক্ষ কোটি টাকা।


পেট্রোল ডিজেলের ট্যাক্সের ৬০ শতাংশ পায় কেন্দ্র


পরিসংখ্যান অনুসারে ২০১৯-২০ অর্থবর্ষ থেকে ২০২৪-২৫ অর্থবর্ষ পর্যন্ত আদায়কৃত মোট ট্যাক্স ৩৬ লক্ষ ৫৮ হাজার ৩৫৪ কোটি টাকা যার মধ্যে কেন্দ্র সরকারের কোষাগারে জমা হয়েছে ২২ লক্ষ ২১ হাজার ৩৪০ কোটি টাকা। ভ্যাট ট্যাক্স চাপিয়ে রাজ্য সরকারের আয় হয়েছে বাকি ১৪ লক্ষ ৩৭ হাজার ১৫ টাকা। অর্থাৎ আদায়কৃত মোট ট্যাক্সের ৬০ শতাংশই চলে যায় কেন্দ্রের কোষাগারে।


কোষাগার ভরছে কেন্দ্র-রাজ্য


দিল্লিতে পেট্রোলের দাম ৯৪.৭৭ টাকা লিটারে। ডিলারদের কাছে পেট্রোল বিক্রি করা হয় ৫৫.০৮ টাকায়, এর মধ্যে আবগারি কর ও ভ্যাট যোগ করা থাকে না। ডিলারের কমিশন, ভ্যাট এবং আবগারি কর ধার্য হয় ৩৯.৬৯ টাকা। কেন্দ্র ও রাজ্য পেট্রোলের দাম থেকে ৩৭.৪২ শতাংশ হারে কর আদায় করে। আর দিল্লিতে ডিজেলের দামে কর আদায় করে ৩২.৮৫ শতাংশ হারে।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: Gold Price: লক্ষ্মীবারের সকালে সস্তায় সোনা কেনার সুযোগ, স্বস্তি গ্রাহকদের- আজ কিনলে কত সাশ্রয় হবে ?