Fuel Price : কলকাতায় বেশ কিছুদিন ধরেই পেট্রোল ডিজেলের দাম একই রয়েছে। শুধু কলকাতা নয়, দেশের মহানগরগুলিতে একই রয়েছে জ্বালানি তেলের (Petrol Price Today) দাম। কোনও হেরফের নেই। কয়েক মাস আগে কেন্দ্র সরকার লিটার পিছু ২ টাকা হারে পেট্রোল ডিজেলের দাম কমিয়েছিল, তারপর থেকে আর দামে বাড়া-কমা নেই। তবে আজ বৃহস্পতিবার ৩০ মে লোকসভা ভোটের শেষ দফার আগে বাংলার বেশ কিছু জেলায় দাম কমে গেল পেট্রোল ডিজেলের। দেখে নিন আজ কলকাতায় কত যাচ্ছে পেট্রোলের দাম ? বাংলার কোথায় কোথায় সস্তায় মিলছে জ্বালানি তেল ?


কলকাতায় কত দাম পেট্রোল ডিজেলের


কলকাতায় আজ ৩০ মে পেট্রোলের (Petrol Price Today) লিটার প্রতি দাম ১০৩.৯৪ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯০.৭৬ টাকা।


বাংলার আর কোন কোন শহরে আজ সস্তা হল পেট্রোল


আলিপুরদুয়ারে আজ পেট্রোলের লিটার প্রতি দাম ৪৪ পয়সা কমে হয়েছে ১০৪.৭৩ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৪১ পয়সা কমে হল ৯১.৪৯ টাকা।


হুগলিতে পেট্রোলের লিটার প্রতি দাম ২১ পয়সা হারে কমে হল ১০৪.২৩ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ১৯ পয়সা কমে হয়েছে ৯১.০৩ টাকা।


কোচবিহারে আজ পেট্রোলের দাম (Petrol Price Today) প্রতি লিটারে ৬১ পয়সা কমে হয়েছে ১০৪.৭০ টাকা এবং ডিজেলের দাম লিটারে ৫৬ পয়সা কমে হয়েছে ৯১.৪৬ টাকা।


উত্তর ২৪ পরগনায় পেট্রোলের লিটার প্রতি দাম ১৫ পয়সা কমে হয়েছে ১০৪.৩৬ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম একই হারে কমে দাঁড়াল ৯১.১৪ টাকা।


দক্ষিণ দিনাজপুরে আজ পেট্রোলের লিটার প্রতি দাম ২৬ পয়সা কমে হল ১০৪.০২ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম কমেছে ২৪ পয়সা, দাম হয়েছে আজ ৯০.৮৩ টাকা।


পশ্চিম মেদিনীপুরে পেট্রোলের দাম লিটারে ১৮ পয়সা কমে হয়েছে ১০৪.৪১ টাকা এবং ডিজেল ১৬ পয়সা লিটারে সস্তা হয়ে দাম এখন ৯১.১৬ টাকা।


পূর্ব মেদিনীপুরে আজ পেট্রোলের লিটার প্রতি দাম ২১ পয়সা কমে হয়েছে ১০৪.০৮ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ১৯ পয়সা কমে হয়েছে ৯০.৮৬ টাকা।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: HDFC Bank Alert: ১০০ টাকার কম UPI লেনদেন করলে থাকবে না চটজলদি প্রমাণ ! এই ব্যাঙ্ক নিল বড় সিদ্ধান্ত