কলকাতা: আর মাত্র সপ্তাহখানেক বাকি। তারপরেই ভারতীয় দলের (Indian Football Team) জার্সি গায়ে নিজের শেষ ম্যাচ খেলতে মাঠে নামবেন মতান্তরে ভারতীয় দলের সর্বসেরা ফুটবলার সুনীল ছেত্রী (Sunil Chhetri)। ৬ জুন ভারতীয় ফুটবলের মক্কা কলকাতাতেই আয়োজিত হবে ছেত্রীর বিদায়ী ম্যাচ। কুয়েতের বিরুদ্ধে (India vs Kuwait) সেই ম্যাচের আগেই দ্বিধায় ভুগছেন ভারতীয় কিংবদন্তি ফুটবলার। কিন্তু কেন? 


ভারতের হয়ে ১৫০টি ম্যাচ খেলে ফেলেছেন। ব্লু টাইগার্সদের হয়ে সর্বাধিক ৯৪টি গোলও করার কৃতিত্ব রয়েছে তাঁর। জাতীয় দলের হয়ে ম্যাচ খেলতে নামাটা তাঁর কাছে তাই কার্যত জলভাতই হওয়ার কথা। কিন্তু বিদায় জানানোটা তো সবসময়ই কঠিন, সবসময়ই আবেগের। আসন্ন এই ম্যাচটা যে আর পাঁচটা ম্যাচের থেকে ভিন্ন হতে চলেছে, তা বলাই বাহুল্য। সেই ম্যাচের আগে কীভাবে প্রস্তুতি নেবেন, কোন পথে সবটার সঙ্গে খাপ খাওয়ানোর চেষ্টা করবেন, সেই নিয়েই দ্বিধায় সুনীল ছেত্রী।


তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে সুনীল লেখেন, 'শেষের এই কয়েকদিনে আমার মনে এক দ্বন্দ্ব দানা বেঁধেছে। যেহেতু জাতীয় দলের সঙ্গে আমার আর হাতগোনা কয়েকদিনের সফর বাকি রয়েছে, সেই কারণেই ভাবছি কোন পথে এটার সঙ্গে নিজেকে মানিয়ে নেব। আমার কি প্রতিটা দিন, প্রতিটা অনুশীলন সেশন বিশেষ মনে করে, গুনে নিয়ে নামা উচিত? না পরিণতির কথা না ভেবে নিজের দিক থেকে যা করণীয় সেটা করা উচিত?'


 






এর জবাবও কিন্তু নিজেই দেন সুনীল। জানিয়ে দেন তিনি ঠিক কীভাবে বিদায়ের জন্য নিজেকে প্রস্তুত করছেন। 'সময়ের সঙ্গে সঙ্গে আমি দুইয়ের সম্বন্বয় ঘটাতে পেরেছি। প্রতিদিন মাঠে নামতে পারার সুযোগটাই আমার কাছে আশীর্বাদস্বরূপ যেটাকে আমি কোনদিন অবহেলা করিনি। তাই আমি আমার প্রতিটি সেশন গোনার সিদ্ধান্ত নিয়েছি। তবে সেটার মধ্যে থাকবে কৃতজ্ঞতাও। এতে কোনও আশঙ্কা নেই, বরং এই সুযোগটা পেয়ে এই খেলা, আমার দলের প্রতি ঋণী। সম্ভব হলে এই অনুভূতিটা আমি বাক্সবন্দী করে রাখতাম বা আমার পরের অনুশীলনে নিয়ে নামতাম।' বলেন সুনীল ছেত্রী।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: সুনীল আমাদের কাছে উদাহরণ, কিংবদন্তির অবসর ম্যাচের আগে বলছেন অনিরুদ্ধ