Fuel Rate: ৪ জুন লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই পেট্রোল ডিজেলের দাম যে কমতে চলেছে তা আশা করেছিলেন বহু মানুষ। নতুন সরকার গঠনের পর জ্বালানি তেলের দাম (Petrol Price Today) কমানো হবে, আশা ছিল অনেকের। কিন্তু এখনও পর্যন্ত সেই দাম কমার ইঙ্গিত নেই। ভোটের ফল মিটতেই বাংলার বেশ কিছু জেলায় যদিও দাম কমতে দেখা গিয়েছে। তবে দেশের মহানগরগুলিতে দামে এখনও কোনও হেরফের নেই। কলকাতা, চেন্নাই, মুম্বই, হায়দরাবাদ, বেঙ্গালুরু, দিল্লিতে এখনও দাম (Petrol Diesel Price) একই আছে। তবে দেশের অন্যান্য রাজ্যে কোথাও দাম বেড়েছে, কোথাও কমেছে। বাংলাতেও আজ ৮ জুন শনিবার সপ্তাহান্তে এসে বেশ কিছু জেলায় দাম (Fuel Price) কমেছে পেট্রোল ডিজেলের। দেখে নিন আপনার শহরে কোথায় কত হল জ্বালানি তেলের দাম।


মার্চ মাসে মোদি সরকার পেট্রোল ডিজেলের দাম লিটারে ২ টাকা হারে কমিয়ে এনেছিল। ফলে সারা দেশ জুড়েই মানুষ খানিক স্বস্তি পেয়েছিলেন, কিন্তু তাতেও আজ কলকাতায় পেট্রোলের দাম ১০০ পেরিয়ে। কলকাতা সহ বাংলার কোন কোন জেলায় দাম আজ কমল দেখে নেওয়া যাক।


কলকাতায় দাম কত পেট্রোল ডিজেলের


কলকাতায় আজ ৮ জুন পেট্রোলের লিটার প্রতি দাম ১০৩.৯৪ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯০.৭৬ টাকা।  


কোন কোন জেলায় দাম কমল


হুগলিতে পেট্রোলের লিটার প্রতি দাম আজ শনিবার ১১ পয়সা কমে হয়েছে ১০৪.১২ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ১১ পয়সা কমেছে ৯০.৯২ টাকা।


মুর্শিদাবাদে আজ পেট্রোলের লিটার প্রতি দাম ৮৬ পয়সা কমে হয়েছে ১০৪.৪৫ টাকা এবং ডিজেলের দাম লিটারে ৮০ পয়সা কমে হল ৯১.২৩ টাকা।


নদিয়ায় পেট্রোলের দাম ২৫ পয়সা কমে হয়েছে ১০৪.৪৫ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ২৩ পয়সা কমে হয়েছে ৯১.৪২ টাকা।


উত্তর ২৪ পরগনায় পেট্রোলের লিটার প্রতি দাম ৪২ পয়সা কমে হয়েছে ১০৩.৯৪ টাকা এবং ডিজেলের দাম লিটারে ৩৮ পয়সা কমে হয়েছে ৯০.৭৬ টাকা।


পশ্চিম বর্ধমানে পেট্রোলের লিটার প্রতি দাম ৪৩ পয়সা কমে হয়েছে ১০৩.৭৭ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৩৯ পয়সা কমে হল ৯০.৬১ টাকা।


পূর্ব বর্ধমানে পেট্রোলের লিটার প্রতি দাম ৮ পয়সা কমে হল ১০৪.৪৫ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯১.২৩ টাকা।


আরও পড়ুন: Mutual Fund: মাসে ১০ হাজার জমিয়েই ৭.৭৬ কোটি ! দিতে হবে না করও- কত বছরে কোটিপতি বানাল এই ফান্ড ?