অমিত জানা, পশ্চিম মেদিনীপুর :  ভোররাতে  ভয়াবহ দুর্ঘটনা। যাত্রী বোঝাই বাস উল্টে কারও কাটা পড়ল পা , কেউ আহত গুরুতর ভাবে। নারায়ণগড় ( Narayangarh Accident ) জাতীয় সড়কে  নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় একটি বাস ( Bus Accident )। ভুবনেশ্বর থেকে প্রায় ৫০ থেকে ৬০ জন যাত্রী নিয়ে কলকাতায় আসছিল দূরপাল্লার বাসটি। ভোর-রাতের দিকে নারায়ণগড়ে পৌঁছে যায় বাসটি। সেখানেই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় । ৬০ নম্বর জাতীয় সড়কে এর ফলে গুরুতর আহত হয়েছেন অনেকে।


সূত্রের খবর, এই ঘটনায় কাটা পড়েছে এক যাত্রীর পা। গুরুতর আহত হয়েছেন আরও ৫-৬ জন। মোট আহতের সংখ্যা ১৫ । আহতদের তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে।  নারায়ণগড় থানার পুলিশ এবং জাতীয় সড়ক কর্তৃপক্ষের উদ্যোগে তাঁদের চিকিৎসার ব্যবস্থা করা হয়।


পুলিশের প্রাথমিক ধারণা, চালকের ঘুম এসে গিয়েছিল বলেই এই  দুর্ঘটনা ঘটেছে। তবুও এর পেছনে অন্য কোন কারণ রয়েছে খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।  বাসের ছাদে মালপত্র থাকার কারণে দুর্ঘটনা ঘটতে পারে কিনা সেটাও দেখা হচ্ছে। 


তনু দাস নামে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন,  বাসটি ভুবনেশ্বর দিক থেকে কলকাতা দিকে আসছিল হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের উপর উল্টে যায়। স্থানীয়রা দেখেন, এক বাস যাত্রীর পা কেটে পড়ে রয়েছে ! রক্তারক্তি অবস্থা হয়। বেশ কয়েকজন গুরুতর আহত হন। প্রত্যক্ষদর্শীরাও ধন্দে কীভাবে হঠাৎ উল্টে গেল বাস। তবে স্থানীয়রাও জানাচ্ছেন, বাসের উপর প্রচুর পরিমাণে মালপত্র। তার দরুণই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলেও সন্দেহ অনেকের। 


আরও পড়ুন :


আমন্ত্রণ তালিকায় চমক ! মোদির শপথগ্রহণে নেমন্তন্ন পেয়েছেন বহু সাফাইকর্মী থেকে নির্মাণকর্মী 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 


সাম্প্রতিক দুর্ঘটনা 
গত মে মাসে দুর্গাপুরে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে । স্কুটার সমেত আরোহীকে প্রায় ৫০০ মিটার ছেঁচড়ে টেনে নিয়ে যায় সরকারি বাস। নিয়ন্ত্রণ হারিয়ে এই ঘটনা ঘটান সরকারি বাসের চালক। দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন প্রত্যক্ষদর্শীরা। এরপরেই দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার দফতরের সামনে বিক্ষোভ দেখান স্থানীয়রা। রাস্তা অবরোধ করে শুরু হয় বিক্ষোভ। পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখান স্থানীয়রা।