Petrol Diesel Price: প্রতিদিন ভোর ৬টার সময় সরকারি তেল বিপণনকারী সংস্থাগুলি তাঁদের সেদিনের জ্বালানি তেলের দাম প্রকাশ করে। প্রায় প্রতিদিনই ওঠানামা করে এই তেলের দাম। আজ ৪ এপ্রিল বৃহস্পতিবার কলকাতা সহ অন্যান্য মহানগরে দাম একই আছে পেট্রোল ডিজেলের (Petrol Diesel Price)। অন্যান্য রাজ্যেও কমবেশি কোনও হেরফের নেই। মূলত বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম, রাজ্যে রাজ্যে আলাদা আলাদা কর ব্যবস্থা, ভ্যাট ইত্যাদি কারণেই তেলের দাম একই দেশের মধ্যে কোথাও বেশি, কোথাও কম হয়। আজ কোথায় কত দাম চলছে দেখে নেওয়া যাক।


কলকাতায় আজ দাম না বাড়লেও আলিপুরদুয়ার, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, মালদা, নদিয়া, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, দক্ষিণ ২৪ পরগণা ও উত্তর দিনাজপুরে পেট্রোল ডিজেলের দাম (Petrol Diesel Price) বেড়েছে। আবার বাঁকুড়া, বীরভূম, হুগলি, জলপাইগুড়ি, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান ইত্যাদি জেলায় দাম খানিক কমেছে জ্বালানি তেলের।


কলকাতায় একই আছে দাম


কলকাতা শহরে বরাবরের মত একই দাম রয়েছে জ্বালানি তেলের। পেট্রোলের দাম এখানে লিটার প্রতি ১০৩.৯৪ টাকা এবং ডিজেলের দাম লিটারে ৯০.৭৬ টাকা।


বাংলার কোন জেলায় বেড়েছে দাম


আলিপুরদুয়ারে আজ পেট্রোলের দাম লিটারে ৪৪ পয়সা বেড়ে হয়েছে ১০৫.১৭ টাকা এবং ডিজেলের দাম ৪১ পয়সা কমে হয়েছে লিটার প্রতি ৯১.৯০ টাকা।


কোচবিহারে পেট্রোলের দাম লিটারে ৬১ পয়সা বেড়ে হয়েছে ১০৫.৩১ টাকা এবং ডিজেলের দাম ৫৬ পয়সা বেড়ে হয়েছে লিটার প্রতি ৯২.০২ টাকা।


নদিয়ায় আজ পেট্রোলের দাম (Petrol Diesel Price) লিটারে ৬৮ পয়সা বেড়ে হয়েছে ১০৫.৫৮ টাকা এবং ডিজেলের দাম ৬৩ পয়সা বেড়ে হয়েছে লিটার প্রতি ৯২.২৮ টাকা।


পুরুলিয়াতে আজ পেট্রোলের দাম ১২ পয়সা বেড়ে লিটারে ১০৪.৭৭ টাকা এবং ডিজেলের দাম লিটারে ১১ পয়সা বেড়ে হয়েছে ৯১.৫৩ টাকা।


মালদায় পেট্রোলের দাম ৪০ পয়সা বেড়ে লিটারে ১০৪.১২ টাকা এবং ডিজেলের দাম লিটারে ৩৭ পয়সা বেড়ে হয়েছে ৯০.৯৩ টাকা।


দেশের কোন রাজ্যে দাম কমল পেট্রোলের


সারা দেশের মধ্যে আজ গুজরাতে পেট্রোলের দাম (Petrol Diesel Price) লিটারে ৫৬ পয়সা কমে হয়েছে ৯৪.৪৪ টাকা এবং ডিজেলের দাম ৫৬ পয়সা কমে হয়েছে প্রতি লিটারে ৯০.১১ টাকা।


মহারাষ্ট্রেও পেট্রোলের দাম কমেছে ৪০ পয়সা, প্রতি লিটারে দাম এখন ১০৩.৮৭ টাকা এবং ডিজেলের দাম ৩৮ পয়সা কমে হয়েছে ৯০.৪২ টাকা।


এছাড়াও অন্ধ্রপ্রদেশ, গোয়া, হরিয়ানা, জম্মু ও কাশ্মীর, তেলেঙ্গানা, ওড়িশা, পণ্ডিচেরি ইত্যাদি রাজ্যে দাম কমেছে আজ জ্বালানি তেলের।


আরও পড়ুন: Byju Raveendran’s wealth: পকেট গড়ের মাঠ ? ফোর্বসের হিসেবে বাইজুর সম্পত্তি এখন ‘শূন্য’