কলকাতা: আগে ২ ছিল, এখন হয়েছে শূন্য। বাউজু অ্যাপের সহ প্রতিষ্ঠাতার ধনদৌলত নিয়ে এমনটাই জানাল ফোর্বস। আন্তর্জাতিক এই সংস্থা সারা বিশ্বের ধনীতম ব্যক্তিদের নিয়ে প্রতি বছর একটি তালিকা তৈরি করে। আর সেই তালিকায় কোনও কোনও বছর স্থান পায় নতুন নাম। আবার কোনও কোনও বছর বেরিয়ে যায় পুরনো নাম। ২০২৪ সালের ধনীতম ব্যক্তিদের তালিকা প্রকাশ করেছে ফোর্বস। আর তাতেই বলা হয়েছে বাইজুর রবীন্দ্রনের অবস্থা। বাইজুর এই সহপ্রতিষ্ঠাতা সম্প্রতি ব্যাপক আর্থিক লোকসানের সম্মুখীন হয়। সংস্থার শেয়ার দর পড়ে যাওয়ার পাশাপাশি বিপুল পরিমাণ ঋণের বোঝা রয়েছে রবীন্দ্রনের ঘাড়ে। এই অবস্থায় ফোর্বসের তালিকা থেকেও নাম কাটা পড়ল তাঁর।


ফোর্বসের তালিকা থেকে বাদ গেল নাম


ফোর্বসের তালিকায় তাঁর নাম ছিল এর আগে। ২.১ বিলিয়ন ডলার সম্পত্তির অধিকারী ছিলেন বাইজুর রবীন্দ্রন। কিন্তু বর্তমানে আর তত সম্পত্তি নেই তার। সম্পত্তি কমতে কমতে তা তলানিতে অর্থাৎ ০-এ এসে ঠেকেছে। তবে শূন্য মানেই যে তাঁর আর সম্পত্তি নেই, তা নয়। আদতে বিলিনয়ারদের নিয়েই তৈরি হয় ফোর্বসের তালিকা। ফলে তালিকায় নাম থাকতে হলে বিলিয়ন ডলার অর্থ থাকা চাই। কিন্তু আপাতত বিলিয়নের ঘর থেকে নেমে এসেছেন রবীন্দ্রন। তাই শূন্য বিলিয়ন হিসেবে দেখানো হয়েছে তাঁর অর্থের পরিমাণ।


কেন এই হাল ?


বাইজু রবীন্দ্রনের সংস্থা বাইজুর নামে একাধিক অভিযোগ উঠতে শুরু করেছিল গত বছর থেকেই। হিসেবের গন্ডগোল থেকে বেশ কয়েকটি অভিযোগ সংস্থার নামে আসতে থাকে। সংস্থার ঋণের বোঝাও নাকি বাড়ছিল। অন্যদিকে সংস্থার শেয়ারহোল্ডাররাও তাঁকে সিইও পদ থেকে অপসারিত করেন। এমনই বেশ কিছু ঘটনার পর বাইজু বর্তমানে বেশ সঙ্গীন অবস্থায়। ফলত একই অবস্থা কর্তা বাইজু রবীন্দ্রনেরও। 


বিলিয়নার হচ্ছে ভারত ?


বাইজু তালিকা থেকে বেরিয়ে গেলেও বিলিয়নারের সংখ্যা বাড়ছে ভারতে। ফোর্বসের তালিকায় এই দিন সেটিই ধরা পড়ল। দেখা গেল, আগের বছরের তুলনায় এবার আরও বেশি ভারতীয় নাম রয়েছে ফোর্বসের বিলিয়নারের তালিকায়। গত বছর এই তালিকায় ভারতীয়দের সংখ্যা ছিল ১৬৯। এই বছর ভারতীয়দের সংখ্যা একলাফে বেড়ে ২০০ হয়েছে। অন্যদিকে এদের মোট সম্পত্তি ছিল ৬৭৫ বিলিয়ন।  ২০২৪ সালে তা বেড়ে ৯৫৪ বিলিয়ন হয়েছে।


আরও পড়ুন -TTE Death: টিকিট দেখতে চাওয়াই কাল হল, মদ্যপের ধাক্কায় লাইনে পড়ে মৃত্যু টিকিট পরীক্ষকের