Petrol Diesel Price: ডিসেম্বর মাস শুরু হয়ে গিয়েছে। এই মাসের শুরুতেই এক ধাক্কায় এই নিয়ে পাঁচবার বেড়ে গেল বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম, আর একইসঙ্গে দাম বেড়েছে বিমানের জ্বালানিরও। কিন্তু পেট্রোল ডিজেলের দামে সেভাবে (Petrol Diesel Price) কোনো বদল নেই। কয়েকদিন আগেই সংসদে একটি বৈঠকে জানা গিয়েছিল বিগত ৫ বছরে পেট্রোল ডিজেলের দামে ধার্য করা ট্যাক্স থেকেই কেন্দ্র ও দিল্লি রাজ্য সরকারের আয় হয়েছে প্রায় ৩৬ লক্ষ কোটি টাকা। এই দামে এখনও কোনো কমতি নেই, মহানগরগুলিতে এখনও দাম (Petrol Price Today) একই আছে। তবে রাজ্যের ভিত্তিতে বেশ কিছু রাজ্যে জেলায় জেলায় কখনও দাম বাড়ে, কখনও কমে। আজও একইভাবে মোট ৫টি রাজ্যে পেট্রোল ডিজেলের দাম কমে গিয়েছে। কলকাতায় কত হল দাম ?
কলকাতায় আজকের দাম
কলকাতায় আজ ৩ ডিসেম্বর পেট্রোলের লিটার প্রতি দাম ১০৪.৯৫ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯১.৭৬ টাকা।
আজ সারা দেশে পেট্রোল ও ডিজেলের দর কত ?
চেন্নাইয়ে পেট্রোলের লিটার প্রতি দাম ১০১.০৩ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯২.৬১ টাকা।
মুম্বইয়ে পেট্রোলের লিটার প্রতি দাম ১০৩.৪৪ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৯.৯৭ টাকা।
দিল্লিতে পেট্রোলের লিটার প্রতি দাম ৯৪.৭৭ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৭.৬২ টাকা।
কোথায় কোথায় সস্তা হল দাম
ছত্তিশগড়ে আজ পেট্রোলের দাম ৩৪ পয়সা কমে লিটারে হল ১০১.০৭ টাকা এবং ডিজেলের দাম লিটারে ৩৩ পয়সা কমে হল ৯৪ টাকা।
গোয়াতে পেট্রোল লিটার প্রতি ১১ পয়সা কমে হল ৯৬.৬০ টাকা এবং ডিজেলের দাম হল লিটারে ৮৮.৩৬ টাকা।
কেরালায় লিটারে ২২ পয়সা কমে পেট্রোলের দাম হল ১০৫.৬৫ টাকা এবং ডিজেলের দাম হল লিটারে ৯৪.৬৪ টাকা।
মহারাষ্ট্রে পেট্রোলের দাম লিটারে ৪৪ পয়সা কমে হল ১০৪.৫০ টাকা এবং ডিজেলের দাম ৪২ কমে হল লিটারে ৯১.০৩ টাকা।
রাজস্থানেও আজ দাম কমেছে। পেট্রোলের দাম ১০৪.৩২ টাকা এবং ডিজেলের দাম ৮৯.৮৫ টাকা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।