Petrol-Diesel Price Hike: আগামী ১০ দিনের মধ্যে বদলে যেতে পারে পরিস্থিতি। এক লাফে অনেকটাই বেড়ে যেতে পারে পেট্রল-ডিজেলের দাম। ওয়াকিবহাল মহলের ধারণা, কেবল বেশকিছু রাজ্যে নির্বাচনের জেরে আটকে রয়েছে এই দাম বৃদ্ধি। পরিসংখ্যান বলছে, ভারতে গত ৪ মাস ধরে একই জায়গায় থমকে রয়েছে জ্বালানির দাম।


Petrol-Diesel Price Hike: দর বাড়তে পারে ১২ টাকা পর্যন্ত
আইসিআইসিআই সিকিউরিটিজের প্রকাশিত রিপোর্ট অনুসারে, আগামী ১১ দিনে পেট্রল ও ডিজেলের দাম ১২ টাকা বাড়তে পারে। ১০ তারিখে নির্বাচনের ফলাফল ঘোষণার পরই এই পেট্রল ও ডিজেলের দাম বাড়বে।


Petrol Price: প্রতিবেদন বলছে
আইসিআইসিআই সিকিউরিটিজের প্রকাশিত প্রতিবেদন অনুসারে, খুচরো জ্বালানি বিক্রেতাদের লোকসান পূরণ করতে ১৬ মার্চ পর্যন্ত লিটারে ১২ টাকার বেশি বাড়ানো দরকার। এর বাইরে তেল সংস্থাগুলির খরচ ধরা হলে, প্রতি লিটারে প্রায় ১৫.১ টাকা বাড়ানো হতে পারে পেট্রল ও ডিজেলের দাম।


Petrol-Diesel Price Hike: ১০ মার্চ হবে ভোট গণনা


জেপি মরগানের মতে, আগামী ৫ দিনের মধ্যে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হলে তার পর জ্বালানি তেলের দাম বাড়তে পারে। প্রতিদিনের ভিত্তিতে তেলের দাম বাড়তে পারে। আগামী ১০ মার্চ ইউপিতে নির্বাচনের গণনা শেষের পরই শুরু হয়ে যাবে দাম বৃদ্ধির কাজ।


Petrol-Diesel Price Hike: ২ সেপ্টেম্বর থেকে একই জায়গায় পেট্রল-ডিজেল


রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে আন্তর্জাতিক বাজারে লাফিয়ে বাড়ছে তেলের দাম। বর্তমানে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১১০ ডলার ছাড়িয়েছে। একই সময়ে রাজধানী দিল্লিতে পেট্রল ও ডিজেলের দাম ২ সেপ্টেম্বর থেকে একই রয়েছে। যা চিন্তা বাড়াচ্ছে আম আদমির।


Petrol-Diesel Price Hike: অপরিশোধিত তেলের দাম বেড়েছে ৫৭ শতাংশ
গত সেপ্টেম্বর থেকে তেলের দামে কোনও পরিবর্তন হয়নি। একই সময়ে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামে প্রায় ৫৭ শতাংশ লাফ দেখা গেছে।


Petrol-Diesel Price Hike: জেনে নিন রিপোর্ট কী বলছে
জ্বালানির বর্তমান আন্তর্জাতিক মূল্যের দিকে তাকালে দেখা যাবে, ১৬ মার্চে গিয়ে জ্বালানির নেট মার্জিন মাইনাস ১০.১ টাকা প্রতি লিটারে দাঁড়াবে। যা পরবর্তীকালে ১ এপ্রিলে লিটার প্রতি ১২.৬ টাকায় চলে যাবে। তাই পেট্রল-ডিজেলের দাম বৃদ্ধি এখন শুধু সময়ের অপেক্ষা।