Petrol Diesel Price Hike: বিগত কিছুদিন ধরেই আন্তর্জাতিক বাজারে চড়চড়িয়ে বাড়ছে অশোধিত তেলের দাম। এর পরিপ্রেক্ষিতে জল্পনা ছড়িয়েছিল, দেশে পাঁচ রাজ্যের বিধানসভা ভোট মিটলেই বাড়বে পেট্রোল ও ডিজেলের দাম। গত ৭ মার্চ বিধানসভা নির্বাচন সম্পন্ন হয়েছে। আগামীকাল ভোট গণনা। কিন্তু এদিনও অপরিবর্তিতই রয়েছে পেট্রোল ও ডিজেলের দাম। এদিন রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি পেট্রোল ও ডিজেলের দাম ঘোষণা করেছে। কিন্তু দামে কোনও বদল হয়নি। তবে ভোটের ফল প্রকাশের পরই পেট্রোল ও ডিজেল মহার্ঘ হওয়ার সম্পূর্ণ আশঙ্কা রয়েছে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য়, গত চার মাস ধরে পেট্রোল ও ডিজেলের দামে কোনও পরিবর্তন হয়নি। 


এই প্রথমবার দেশে চার মাসেরও বেশি সময় ধরে অপরিবর্তিত রয়েছে পেট্রোল ও ডিজেলের দাম। সারা দেশে গত বছরের ৪ নভেম্বর একসঙ্গে পেট্রোল ও ডিজেলের দাম কমেছিল। কেন্দ্র পেট্রোল ও ডিজেলে যথাক্রমে পাঁচ ও ১০ টাকা উৎপাদন শুল্ক হ্রাস করার সিদ্ধান্ত নিয়েছিল। এরপর পেট্রোল ও ডিজেলের দাম কমেছিল। এরপর কোনও কোনও রাজ্য আলাদা করে পেট্রোল ও ডিজেলের দামে ভ্যাট কমিয়েছিল। ফলে ওই রাজ্যগুলিতেও দাম আরও কিছুটা কমেছিল। 


এরইমধ্যে আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম বাড়তে বাড়তে প্রতি ব্যারেলে ১৪০ ডলারে পৌঁছে গিয়েছে। ২০০৮-এর জুলাইয়ের পর অশোধিত তেলের দাম এর আগে কখনও এতটা বাড়েনি। পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ পুরীর বক্তব্যও সামনে এসেছে। তিনি বলেছেন, পূর্বতন ইউপিএ সরকার জ্বালানির দাম বিনিয়ন্ত্রণ করেছিল। আর বিনিয়ন্ত্রণ করলে ফ্রেইট চার্জও যুক্ত হয়। তিনি আরও বলেছেন, ভোট চলার জন্য পেট্রোল ও ডিজেলের দাম বাড়নো হয়নি, এমন কথা বলা একেবারেই সঠিক নয়। পেট্রোল ও ডিজেলের দাম কোম্পানিগুলি স্থির করে। এই দাম আন্তর্জাতিক বাজারের দাম অনুসারে নির্ধারণ করা হয়। 


এরইমধ্য়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, পেট্রোল ও ডিজেলের দাম প্রতি লিটার ১৫ থেকে ২০ টাকা বাড়তে পারে। যদিও এক দফায় এই বৃদ্ধি নাও করা হতে পারে। অর্থাৎ, দু-একদিনের মধ্যেই পেট্রোল ও ডিজেলের দাম বাড়তে শুরু করতে পারে। তেল কোম্পানিগুলি এক্ষেত্রে সরকারের কাছ থেকে সঙ্কেত পাওয়ার অপেক্ষায় রয়েছে বলে খবর। 


কলকাতায় আজও পেট্রোলের দাম প্রতি লিটারে ১০৪.৬৭ টাকা ও ডিজেলের দাম প্রতি লিটারে ৮৯.৭৯ টাকা।দিল্লিতে আজও পেট্রোলের দাম প্রতি লিটারে ৯৫.৪১ টাকা। ডিজেলের দাম প্রতি লিটারে ৮৬.৬৭ টাকা। অন্যদিকে বাণিজ্য নগরী মুম্বইতে পেট্রোলের দাম ১০৯ টাকা ৯৮ পয়সা। ডিজেলের দাম ৯৪ টাকা ১৪ পয়সা। চেন্নাইতে পেট্রোলের দাম প্রতি লিটারে ১০১.৪০ টাকা। ডিজেলের দাম প্রতি লিটারে ৯১.৪৩ টাকা।