কলকাতা: ১৭ দিনের শ্যুটিং নয়, যেন ১৭ দিনের পিকনিক। কাঞ্চনজঙ্ঘার কোলে কখনও চলছে জমিয়ে ব্যাডমিন্টন খেলা, কখনও রান্না-খাওয়া দাওয়া। যাঁদের শ্যুটিং নেই, তাঁরাও এসে আড্ডা জমিয়েছেন সেটেই। 'আবার কাঞ্চনজঙ্ঘা'-র শ্যুটিং সেটে যেন চলত উৎসবের আমেজ। এবিপি লাইভের সঙ্গে ক্যামেরার পিছনের গল্প ভাগ করে নিলেন পরিচালক রাজর্ষি দে (Raajhorshee De)। 


একটা পরিবারের গল্প বলতে আসছে রাজর্ষি দের ছবি 'আবার কাঞ্চনজঙ্ঘা'। রাজর্ষি দের পরিচালনায় এই ছবির প্রযোজনা করছেন শিল্পী এ পাণ্ডে (Shilpi A Pandey) ও অক্সদ কে পাণ্ডে (Akshatt K Pandey)। তনুশ্রী চক্রবর্তী (Tnusree Chakraborty), গৌরব চক্রবর্তী (Gaurav Chakrabarty), দেবলীনা কুমার (Devlina Kumar), রুপঙ্কর বাগচি (Rupankar Bagchi), কৌশিক সেন (Kaushik Sen), শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee), অর্পিতা চট্টোপাধ্যায় (Arpita Chatterjee), রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Banerjee) সহ একঝাঁক তারকা। 


১-২ জন নয়, ১৭ জন তারকা শ্যুটিং সেটে। কীভাবে সবটা সামলেছেন রাজর্ষী? হাসতে হাসতে পরিচালকের উত্তর, 'আমায় কিছুই সামলাতে হয়নি। সবার সঙ্গে আমি বন্ধুর মতো মিশি। যাঁদের সঙ্গে কাজ করেছি অনেকেই আমায় অল্পবয়স থেকে চেনেন। কোভিডের পর ১৭ জন অভিনেতা অভিনেত্রী বেড়াতে যাচ্ছেন দার্জিলিংয়ের মত একটা জায়গায়, সবার মধ্যেই একটি পিকনিক-এর আমেজ কাজ করেছে। আবার ততটাই গুরুগম্ভীর কাজও হয়েছে। দর্শক ছবিটা দেখেই বুঝবেন, এর মধ্যে একটা অদ্ভুত মজা আছে।'


সারাক্ষণ পিছনে কাঞ্চনজঙ্ঘা, দর্শকদের কী এটা বাড়তি পাওনা? রাজর্ষী বললেন, 'এই ছবিটা একটা ভিস্যুয়াল ট্রিট। দার্জিলিংকে এর আগে এমনভাবে দেখা যায়নি বাংলা ছবিতে। আর অদ্ভূতভাবে সারাক্ষণ কাঞ্চনজঙ্ঘা দেখা গিয়েছে। আমরা যতটা পেরেছি কাঞ্চনজঙ্ঘাকে ব্যাকড্রপে রেখে শ্যুটিং করেছি। একটুও মেঘ নেই। একবার তো অপুদা (শাশ্বত চট্টোপাধ্যায়) মজা করে বলেই ফেললেন, 'এবার একটু মেঘ আয় বাবা.. আর এই পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা দেখতে পারছি না।'


'পিকনিক' শেষে ফেরার সময় কী সবার মনখারাপ ছিল? পরিচালক বললেন,'অবশ্যই। তবে সেটা আমরা আবার কলকাতার ডাবিংয়ে পুশিয়ে নিয়েছি। ডাবিংয়ের সময় খাওয়া দাওয়া, মজা, হই হুল্লোড় চলত।' শ্যুটিং সেটে সবচেয়ে দেরি করে পৌঁছতেন কে? হাসিমুখে রাজর্ষির উত্তর, 'সবাই সবসময় সেটে রয়েছেন। কেউ ঘরে থাকতেন না। শ্যুটিং সেটেই রান্না, খাওয়া দাওয়া সব হত। আমরা অনেক সময় অভিনেতারা আছেন দেখে শট বদলে তাঁর শটটা নিয়ে নিতাম। বন্ধুত্বের পরিবেশে একটা পারিবারিক গল্পের শ্যুটিং হয়ে গেল। এবার অপেক্ষা দর্শকদের মতের।'